নুরুল হকের মাথা, নাক ও চোয়াল ভেঙে গেছে; বৈঠকে বিশেষ মেডিকেল বোর্ড

- প্রকাশঃ ০৪:০০:২৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / 5
সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর | ছবি: সংগৃহীত
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের মাথা, নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে। তার মাথায় রক্তক্ষরণ ঘটেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, শুক্রবার রাত ১১টা ২০ মিনিটের দিকে নুরুল হককে হাসপাতালে আনা হয়। তখন তিনি রক্তাক্ত অবস্থায় ছিলেন এবং নাকের ভেতরে গজ ব্যান্ডেজ দেওয়া হয়েছিল। হাসপাতালে আনার পরপরই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
ডা. মোস্তাক আহমেদ জানান, রাতের পরীক্ষা-নিরীক্ষা ও সকালে মাথার সিটি স্ক্যানের ফলাফল অনুযায়ী নুরের মাথার হাড়, নাকের হাড় এবং ডান চোয়ালের হাড় ভেঙে গেছে। মাথার ভেতরে কিছু রক্তক্ষরণ দেখা গেছে, তবে তা সামান্য। চোখ-মুখ ফোলা রয়েছে এবং চোখে রক্ত জমে আছে। তবে শরীরের অন্যান্য অংশে কোনো আঘাতের চিহ্ন নেই।
বর্তমানে নুরের চিকিৎসার জন্য নিউরোসার্জারি, নাক-কান-গলা, চক্ষু এবং জরুরি বিভাগের চিকিৎসকসহ একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের প্রাথমিক মূল্যায়নে তার কোনো অপারেশন প্রয়োজন হবে না বলে মনে করা হলেও, তাকে এখনো সম্পূর্ণ শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।
আজ শনিবার চিকিৎসকরা মেডিকেল বোর্ডের বৈঠকে বসে নুরের চিকিৎসার পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।