ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভুল জানিয়েছিলেন রিটার্নিং কর্মকর্তা, নিয়ম ভাঙেননি ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল

প্রজন্ম কথা ডেস্ক
  • প্রকাশঃ ০৩:২৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 4

শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোট কেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীরা যে অংশে ভোট দিচ্ছেন, সেখানে ঢোকেন আবিদুল ইসলাম খান | ছবি: সংগৃহীত  


ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে প্রবেশ করেছিলেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে জগন্নাথ হলের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত অংশে তাঁকে দেখা যায়।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক সকালে প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশের কোনো সুযোগ নেই।’ তিনি আরও জানান, তিনি তখন জহুরুল হক হলে অবস্থান করছিলেন এবং বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন।

পরে জগন্নাথ হলের ভোটকেন্দ্রে সরাসরি কথা হলে কাজী মোস্তাক গাউসুল হক বলেন, ‘আমি এখানে আসার পর কাউকে পাইনি। আর কেউ ঢুকতে পারবে না।’

তবে নির্বাচনী আচরণবিধির ১২ (খ) ধারায় স্পষ্ট বলা আছে—নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী, প্রার্থী, পোলিং এজেন্ট এবং রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কেউ ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। অর্থাৎ প্রার্থীর ভোটকেন্দ্রে প্রবেশে কোনো বাধা নেই।

এদিকে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সাংবাদিকদের জানান, তিনি রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ভোটকেন্দ্রে প্রবেশ করেছেন। বিষয়টি নিয়ে দুপুরে পুনরায় রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হকের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ভুল জানিয়েছিলেন রিটার্নিং কর্মকর্তা, নিয়ম ভাঙেননি ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল

প্রকাশঃ ০৩:২৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোট কেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীরা যে অংশে ভোট দিচ্ছেন, সেখানে ঢোকেন আবিদুল ইসলাম খান | ছবি: সংগৃহীত  


ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে প্রবেশ করেছিলেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে জগন্নাথ হলের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত অংশে তাঁকে দেখা যায়।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক সকালে প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশের কোনো সুযোগ নেই।’ তিনি আরও জানান, তিনি তখন জহুরুল হক হলে অবস্থান করছিলেন এবং বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন।

পরে জগন্নাথ হলের ভোটকেন্দ্রে সরাসরি কথা হলে কাজী মোস্তাক গাউসুল হক বলেন, ‘আমি এখানে আসার পর কাউকে পাইনি। আর কেউ ঢুকতে পারবে না।’

তবে নির্বাচনী আচরণবিধির ১২ (খ) ধারায় স্পষ্ট বলা আছে—নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী, প্রার্থী, পোলিং এজেন্ট এবং রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কেউ ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। অর্থাৎ প্রার্থীর ভোটকেন্দ্রে প্রবেশে কোনো বাধা নেই।

এদিকে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সাংবাদিকদের জানান, তিনি রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ভোটকেন্দ্রে প্রবেশ করেছেন। বিষয়টি নিয়ে দুপুরে পুনরায় রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হকের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”