শিবির ভোট চোর’ স্লোগানে উত্তাল ডাকসু নির্বাচন, প্রশাসন জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করছে অভিযোগ ছাত্রদলের

- প্রকাশঃ ০৮:৪৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
- / 5
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট চুরির অভিযোগ তুলে ঢাবি ক্যাম্পাসে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করছে ছাত্রদল | ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে টিএসসি কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় ছাত্রদল সমর্থিত সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে তুমুল বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি ‘শিবির ভোট চোর’ স্লোগান দেন।
ছাত্রদলের অভিযোগ, গণনাকেন্দ্রে শিবিরের কর্মীরা অবস্থান করছে। তাই সেখানে প্রার্থী ও সাংবাদিকদের প্রবেশাধিকার থাকা উচিত। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ভোট গণনার সময় কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া যাবে না।
এ ঘটনায় আবিদুল ও তাঁর সমর্থকরা অভিযোগ করেন, শিক্ষক নাসিম বেগম ভোট কারচুপির ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। ডাকসু নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী।
ভোট শেষে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সঙ্গে দেখা করে অভিযোগ তুলে ধরেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
রাকিব বলেন, উপাচার্য ও প্রক্টর জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। নির্দিষ্ট প্রার্থীকে জেতাতে প্রশাসন সক্রিয় ভূমিকা নিয়েছে।
সাধারণ সম্পাদক নাসির অভিযোগ করেন, ক্যাম্পাসের আশপাশে বহিরাগত সন্ত্রাসী আনা হয়েছে। প্রশাসন তা জানলেও কোনো পদক্ষেপ নেয়নি। তবে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ অভিযোগ অস্বীকার করে বলেন, “ভোট সুষ্ঠু করতে প্রশাসন যথাযথভাবে কাজ করছে এবং নির্বাচন প্রক্রিয়া নিরাপদ রাখা হয়েছে।