কাঁটাবন থেকে শাহবাগ পর্যন্ত ছাত্রদলের অবস্থান, নির্বাচনে কারচুপির অভিযোগ

- প্রকাশঃ ১০:১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
- / 3
ডাকসুর ভোটগণনা চলার মধ্যে রাত সাড়ে আটটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাব কেন্দ্রের সামনে নেতা–কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান | ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতভর উত্তেজনা বিরাজ করেছে ক্যাম্পাসে। নির্বাচন চলাকালীন ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা। এ নিয়ে উভয় পক্ষ থেকেই পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।
রাত সাড়ে ৯টার দিকে দ্য ডেইলি ক্যাম্পাসের ফেসবুক লাইভে ছাত্রদলের দুই কর্মী দাবি করেন, শাহবাগ থেকে কাঁটাবন মোড় এবং মৎস্য ভবন পর্যন্ত সংগঠনের অগণিত নেতাকর্মী অবস্থান নিয়েছেন। লাইভে উপস্থিত একজন বলেন, “আমরা ডাকসু নির্বাচন দেখতে এসেছি। বুঝতে চাই, গণঅভ্যুত্থানের পর গণতন্ত্র সত্যিই ফিরেছে নাকি আগের মতো আছে। ছাত্রদলের প্যানেলকে জয়ী করতে চাই। একইসঙ্গে একাত্তরের পরাজিত শক্তি শিবিরকে প্রতিহত করব।”
অন্য একজন কর্মী দাবি করেন, এখানে “বাইরের কেউ নেই”, পুরো এলাকা জুড়েই ছাত্রদলের ছেলেরা অবস্থান করছে। এর আগে রাত সাড়ে ৮টার দিকে অনিয়মের অভিযোগে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। মিছিলে ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থীদের পাশাপাশি দেড় শতাধিক নেতাকর্মী অংশ নেন। টিএসসি থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা স্লোগান দেন- “ভোট চোর ভোট চোর, প্রশাসন ভোট চোর”, “প্রহসনের নির্বাচন, মানি না মানব না”, “ভোট চোরদের গদিতে, আগুন জ্বালো একসাথে”।
দিনভর ভোটগ্রহণ শেষে রাতেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করে কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা। তারা নির্বাচনে কারচুপি, প্রশাসনের পক্ষপাত এবং জামায়াত–শিবিরকে সুবিধা দেওয়ার অভিযোগ তোলেন।
সাক্ষাতকালে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অসংখ্য নেতা উপস্থিত ছিলেন। অভিযোগ জানাতে গিয়ে তাদের অনেককে উচ্চবাক্য প্রয়োগ ও টেবিল থাপড়াতে দেখা যায়।