ঢাকা ০২:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ডাকসু নির্বাচনে

১৪ হাজার ভোটে ভিপি পদে সাদিক কায়েমের জয়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১২:০২:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • / 5

মো. আবু সাদিক কায়েম | ছবি: সংগৃহীত


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মো. আবু সাদিক কায়েম বিপুল ভোটে জয় লাভ করেছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

ফলাফলে দেখা যায়, সাদিক কায়েম পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৮৮৩ ভোট এবং শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট।

এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র সংসদের প্রার্থী আবদুল কাদের পেয়েছেন ১ হাজার ১০৩ ভোট এবং প্রতিরোধ পর্ষদের তাসনিম আফরোজ ইমি পেয়েছেন ৬৮ ভোট। চূড়ান্ত ফল ঘোষণার পর সিনেট ভবনের ভেতর ও বাইরে সমর্থকদের মধ্যে উল্লাস দেখা যায়।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ডাকসু নির্বাচনে

১৪ হাজার ভোটে ভিপি পদে সাদিক কায়েমের জয়

প্রকাশঃ ১২:০২:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

মো. আবু সাদিক কায়েম | ছবি: সংগৃহীত


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মো. আবু সাদিক কায়েম বিপুল ভোটে জয় লাভ করেছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

ফলাফলে দেখা যায়, সাদিক কায়েম পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৮৮৩ ভোট এবং শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট।

এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র সংসদের প্রার্থী আবদুল কাদের পেয়েছেন ১ হাজার ১০৩ ভোট এবং প্রতিরোধ পর্ষদের তাসনিম আফরোজ ইমি পেয়েছেন ৬৮ ভোট। চূড়ান্ত ফল ঘোষণার পর সিনেট ভবনের ভেতর ও বাইরে সমর্থকদের মধ্যে উল্লাস দেখা যায়।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”