ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জাকসু নির্বাচনে অসঙ্গতি-অনিয়মের অভিযোগ তুলল ছাত্রশিবির সমর্থিত প্যানেল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৪:৩৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / 14

বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আরিফ উল্লাহ সংবাদ সম্মেলনে নানা অভিযোগ করেন | ছবি: সংগৃহীত


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ব্যাপক অসঙ্গতি ও অনিয়মের অভিযোগ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সমন্বিত শিক্ষার্থী জোট’।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জোটের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আরিফ উল্লাহ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা গতকাল থেকে দেখতে পেয়েছি, বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন ভোটের সুষ্ঠু পরিবেশ রক্ষা করতে ব্যর্থ হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনের যে প্রস্তুতি থাকা উচিত ছিল, তার কোনোটি সঠিকভাবে নেওয়া হয়নি।”

আরিফ উল্লাহ আরও অভিযোগ করেন, ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট ও হলে সাবেক ছাত্রদল নেতা-কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তাঁর দাবি, ছাত্রদল সমর্থিত প্যানেল ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। পাশাপাশি ক্যাম্পাসের চারপাশে বহিরাগতদের আনাগোনাও বেড়েছে।

ব্যালট পেপার ও ওএমআর মেশিন সংক্রান্ত বিতর্ক প্রসঙ্গে আরিফ উল্লাহ বলেন, “এইচআরসফট বিডি নামের যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে কারচুপির অভিযোগ আনা হচ্ছে, তার প্রধান নির্বাহী কর্মকর্তা বিএনপি সমর্থক রোকমুনুর জামান রনি। অথচ এ নিয়ে উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে।”

উল্লেখ্য, এবারের জাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৯ জন প্রার্থী। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ৩১৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৬৭ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৯১৯।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে শিবির সমর্থিত প্যানেলের আনা অভিযোগ সম্পর্কে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

জাকসু নির্বাচনে অসঙ্গতি-অনিয়মের অভিযোগ তুলল ছাত্রশিবির সমর্থিত প্যানেল

প্রকাশঃ ০৪:৩৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আরিফ উল্লাহ সংবাদ সম্মেলনে নানা অভিযোগ করেন | ছবি: সংগৃহীত


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ব্যাপক অসঙ্গতি ও অনিয়মের অভিযোগ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সমন্বিত শিক্ষার্থী জোট’।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জোটের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আরিফ উল্লাহ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা গতকাল থেকে দেখতে পেয়েছি, বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন ভোটের সুষ্ঠু পরিবেশ রক্ষা করতে ব্যর্থ হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনের যে প্রস্তুতি থাকা উচিত ছিল, তার কোনোটি সঠিকভাবে নেওয়া হয়নি।”

আরিফ উল্লাহ আরও অভিযোগ করেন, ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট ও হলে সাবেক ছাত্রদল নেতা-কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তাঁর দাবি, ছাত্রদল সমর্থিত প্যানেল ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। পাশাপাশি ক্যাম্পাসের চারপাশে বহিরাগতদের আনাগোনাও বেড়েছে।

ব্যালট পেপার ও ওএমআর মেশিন সংক্রান্ত বিতর্ক প্রসঙ্গে আরিফ উল্লাহ বলেন, “এইচআরসফট বিডি নামের যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে কারচুপির অভিযোগ আনা হচ্ছে, তার প্রধান নির্বাহী কর্মকর্তা বিএনপি সমর্থক রোকমুনুর জামান রনি। অথচ এ নিয়ে উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে।”

উল্লেখ্য, এবারের জাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৯ জন প্রার্থী। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ৩১৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৬৭ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৯১৯।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে শিবির সমর্থিত প্যানেলের আনা অভিযোগ সম্পর্কে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।