ঢাকা ১০:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজনীতির মঞ্চ থেকে বৈবাহিক যাত্রা: হান্নান মাসউদ ও শ্যামলী সুলতানা জেদনীর বাগদান

প্রজন্ম কথা ডেস্ক
  • প্রকাশঃ ১০:৫৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / 51

বাগছাস নেত্রী শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে নতুন অধ্যায়ে প্রবেশ, ভুয়া পোস্টে বিভ্রান্তি ছড়ালেও ফ্যাক্টচেকে প্রকাশ সত্য | ছবি: সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আব্দুল হান্নান মাসউদ জীবনের নতুন এক অধ্যায়ে পা রাখলেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) নেত্রী শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে বাগদান সম্পন্ন করেন। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, অনুষ্ঠানটি সীমিত আকারে এবং নীরবে সম্পন্ন হয়।

হান্নান মাসউদ–জেদনীর বাগদান প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা শুরু হয়। এ সময় জেদনীর নামে একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় তিনি দুই মাস আগে হান্নান মাসউদকে উদ্দেশ্য করে “ভিক্ষুকের বাচ্চা” বলে কটাক্ষ করেছিলেন। আরও বলা হয়, সেই কারণেই মাসউদ তাকে জোরপূর্বক বিয়ে করছেন।

তবে অনুসন্ধানে এসব দাবি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে প্রমাণিত হয়েছে। ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম রিউমর স্ক্যানার টিমের তদন্তে জানা যায়, শ্যামলী সুলতানা জেদনী তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে কখনোই এমন কোনো মন্তব্য করেননি। বরং, গত ১১ জুনে দেওয়া একটি পোস্টের আসল ক্যাপশন বিকৃত করে ভুয়া স্ক্রিনশট তৈরি করা হয়েছে।

মূল পোস্টে জেদনী লিখেছিলেন হান্নান মাসউদের নেতৃত্বকে আপনারা অস্বীকার করছেন, গুলিবিদ্ধ হওয়া নিয়ে প্রশ্ন তুলছেন, মশকরা করছেন। অথচ আপনাদের উচিত ছিল যাদের কারণে গুলিবিদ্ধ হইছে তাদেরকে উৎখাত করার বন্দোবস্ত করা।

অর্থাৎ, ভাইরাল হওয়া স্ক্রিনশট সম্পাদিত এবং বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে প্রচার করা হয়েছে। লক্ষ্মীপুরের বাসিন্দা শ্যামলী সুলতানা জেদনী দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত। তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)-এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য (সংগঠক) এবং সংগঠনের মিডিয়া সেলের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি গত ২৮ ফেব্রুয়ারি জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগ করেন।

এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ ও বাগছাস নেত্রী শ্যামলী সুলতানা জেদনীর বাগদান রাজনৈতিক অঙ্গনে যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি সামাজিক মাধ্যমে নানা গুজবও ছড়িয়েছে। তবে ফ্যাক্টচেক নিশ্চিত করেছে—কটূক্তিমূলক পোস্টের দাবি সম্পূর্ণ মিথ্যা, ভুয়া স্ক্রিনশট তৈরি করে তা প্রচার করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

রাজনীতির মঞ্চ থেকে বৈবাহিক যাত্রা: হান্নান মাসউদ ও শ্যামলী সুলতানা জেদনীর বাগদান

প্রকাশঃ ১০:৫৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

বাগছাস নেত্রী শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে নতুন অধ্যায়ে প্রবেশ, ভুয়া পোস্টে বিভ্রান্তি ছড়ালেও ফ্যাক্টচেকে প্রকাশ সত্য | ছবি: সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আব্দুল হান্নান মাসউদ জীবনের নতুন এক অধ্যায়ে পা রাখলেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) নেত্রী শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে বাগদান সম্পন্ন করেন। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, অনুষ্ঠানটি সীমিত আকারে এবং নীরবে সম্পন্ন হয়।

হান্নান মাসউদ–জেদনীর বাগদান প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা শুরু হয়। এ সময় জেদনীর নামে একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় তিনি দুই মাস আগে হান্নান মাসউদকে উদ্দেশ্য করে “ভিক্ষুকের বাচ্চা” বলে কটাক্ষ করেছিলেন। আরও বলা হয়, সেই কারণেই মাসউদ তাকে জোরপূর্বক বিয়ে করছেন।

তবে অনুসন্ধানে এসব দাবি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে প্রমাণিত হয়েছে। ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম রিউমর স্ক্যানার টিমের তদন্তে জানা যায়, শ্যামলী সুলতানা জেদনী তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে কখনোই এমন কোনো মন্তব্য করেননি। বরং, গত ১১ জুনে দেওয়া একটি পোস্টের আসল ক্যাপশন বিকৃত করে ভুয়া স্ক্রিনশট তৈরি করা হয়েছে।

মূল পোস্টে জেদনী লিখেছিলেন হান্নান মাসউদের নেতৃত্বকে আপনারা অস্বীকার করছেন, গুলিবিদ্ধ হওয়া নিয়ে প্রশ্ন তুলছেন, মশকরা করছেন। অথচ আপনাদের উচিত ছিল যাদের কারণে গুলিবিদ্ধ হইছে তাদেরকে উৎখাত করার বন্দোবস্ত করা।

অর্থাৎ, ভাইরাল হওয়া স্ক্রিনশট সম্পাদিত এবং বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে প্রচার করা হয়েছে। লক্ষ্মীপুরের বাসিন্দা শ্যামলী সুলতানা জেদনী দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত। তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)-এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য (সংগঠক) এবং সংগঠনের মিডিয়া সেলের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি গত ২৮ ফেব্রুয়ারি জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগ করেন।

এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ ও বাগছাস নেত্রী শ্যামলী সুলতানা জেদনীর বাগদান রাজনৈতিক অঙ্গনে যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি সামাজিক মাধ্যমে নানা গুজবও ছড়িয়েছে। তবে ফ্যাক্টচেক নিশ্চিত করেছে—কটূক্তিমূলক পোস্টের দাবি সম্পূর্ণ মিথ্যা, ভুয়া স্ক্রিনশট তৈরি করে তা প্রচার করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”