ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সংসদ ভবনের সামনে পুলিশ–‘জুলাই যোদ্ধাদের’ সংঘর্ষ, আহত অন্তত অর্ধশত

প্রজন্ম কথা ডেস্ক
  • প্রকাশঃ ০৩:২৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / 8

‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ | ছবি: সংগৃহীত


জাতীয় সংসদ ভবনের সামনে ‘জুলাই যোদ্ধা’ নামে পরিচিত আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের তীব্র সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশত আন্দোলনকারী ও পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (১৭ অক্টোবর) বেলা সোয়া একটার দিকে, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান শুরুর আগে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুপুর ১২টার দিকে বিভিন্ন দাবিতে ‘জুলাই শহীদ পরিবার ও আহত’ ব্যানারে একদল আন্দোলনকারী দক্ষিণ প্লাজার সামনে অবস্থান নেন। তাঁরা “জুলাই সনদ বাস্তবায়ন চাই” স্লোগান দিতে থাকেন। এসময় পুলিশের সঙ্গে তাঁদের বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে আন্দোলনকারীদের একটি অংশ সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা সংসদ ভবনের বাইরের রাস্তায় দাঁড়িয়ে থাকা কয়েকটি সরকারি গাড়ি, ট্রাক ও বাসে ভাঙচুর চালান এবং আগুন ধরিয়ে দেন।

পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় আধঘণ্টা ধরে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলার পর বিকেল দুইটার দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে সংঘর্ষের পর সংসদ ভবনের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দক্ষিণ প্লাজায় নির্ধারিত ‘জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান’ সাময়িকভাবে স্থগিত করা হয়।

একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আন্দোলনকারীরা পূর্বঘোষণা ছাড়াই সংসদ এলাকায় প্রবেশের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা বাধ্য হয়েছি।

অন্যদিকে ‘জুলাই যোদ্ধা’দের এক নেতা অভিযোগ করে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাতে গিয়েছিলাম। কিন্তু পুলিশ অযথা হামলা চালিয়েছে।

সংঘর্ষের পর পুরো মানিক মিয়া এভিনিউজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও বিজিবি যৌথভাবে টহল দিচ্ছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

সংসদ ভবনের সামনে পুলিশ–‘জুলাই যোদ্ধাদের’ সংঘর্ষ, আহত অন্তত অর্ধশত

প্রকাশঃ ০৩:২৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ | ছবি: সংগৃহীত


জাতীয় সংসদ ভবনের সামনে ‘জুলাই যোদ্ধা’ নামে পরিচিত আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের তীব্র সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশত আন্দোলনকারী ও পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (১৭ অক্টোবর) বেলা সোয়া একটার দিকে, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান শুরুর আগে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুপুর ১২টার দিকে বিভিন্ন দাবিতে ‘জুলাই শহীদ পরিবার ও আহত’ ব্যানারে একদল আন্দোলনকারী দক্ষিণ প্লাজার সামনে অবস্থান নেন। তাঁরা “জুলাই সনদ বাস্তবায়ন চাই” স্লোগান দিতে থাকেন। এসময় পুলিশের সঙ্গে তাঁদের বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে আন্দোলনকারীদের একটি অংশ সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা সংসদ ভবনের বাইরের রাস্তায় দাঁড়িয়ে থাকা কয়েকটি সরকারি গাড়ি, ট্রাক ও বাসে ভাঙচুর চালান এবং আগুন ধরিয়ে দেন।

পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় আধঘণ্টা ধরে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলার পর বিকেল দুইটার দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে সংঘর্ষের পর সংসদ ভবনের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দক্ষিণ প্লাজায় নির্ধারিত ‘জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান’ সাময়িকভাবে স্থগিত করা হয়।

একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আন্দোলনকারীরা পূর্বঘোষণা ছাড়াই সংসদ এলাকায় প্রবেশের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা বাধ্য হয়েছি।

অন্যদিকে ‘জুলাই যোদ্ধা’দের এক নেতা অভিযোগ করে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাতে গিয়েছিলাম। কিন্তু পুলিশ অযথা হামলা চালিয়েছে।

সংঘর্ষের পর পুরো মানিক মিয়া এভিনিউজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও বিজিবি যৌথভাবে টহল দিচ্ছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”