গণভোট আয়োজন নিয়ে সরকারের গড়িমসি উদ্বেগজনক: জামায়াতে ইসলামী
- প্রকাশঃ ০৯:৩৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / 3
জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট আয়োজনের বিষয়ে সরকারের গড়িমসি উদ্বেগজনক বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, সরকারের এ মনোভাব গণতান্ত্রিক প্রক্রিয়াকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠানের চিন্তা গণভোটের গুরুত্ব মারাত্মকভাবে হ্রাস করবে এবং প্রক্রিয়াকে জটিল করে তুলবে। জাতীয় নির্বাচনে কোনো ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হলে গণভোটও স্থগিত হয়ে যাবে— যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
জামায়াত মনে করে, এ পরিস্থিতিতে অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং আগামী নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করা জরুরি। পাশাপাশি দলটি প্রস্তাব করেছে, গণভোটের ফলাফলের আলোকে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করা উচিত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণভোট অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ করতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে।
দলটি গণতন্ত্র ও জনগণের মতামতকে মূল্যায়ন করার আহ্বান জানিয়ে সরকারের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের দাবি জানিয়েছে।





















