ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা কলেজ আন্তঃহল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দক্ষিণায়ন হল

  • প্রকাশঃ ০৬:০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / 79

ঢাকা কলেজের আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচ আজ অনুষ্ঠিত হয়েছে কলেজ মাঠে। এবারের ফাইনালে মুখোমুখি হয় দক্ষিণায়ন হল ও বিজয় ২৪ হল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য ম্যাচে ১-৩ গোলের ব্যবধানে বিজয় ২৪ হলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় দক্ষিণায়ন হল।

খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে চলে আক্রমণ-পাল্টা আক্রমণ। তবে দক্ষ পাসিং, গতি ও সুশৃঙ্খল রক্ষণভাগের কারণে শুরু থেকেই এগিয়ে ছিল দক্ষিণায়ন হল। প্রথমার্ধে দক্ষিণায়নের পক্ষে একটি গোল আসে এবং দ্বিতীয়ার্ধে তারা আরও দুইবার জালের দেখা পায়। অপরদিকে বিজয় ২৪ হল শুধুমাত্র একটি গোল পরিশোধ করতে সক্ষম হয়।

খেলা শেষে আয়োজক কর্তৃপক্ষ বিজয়ী ও রানার-আপ দলকে পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, শিক্ষক প্রতিনিধি এবং প্রশাসনিক কর্মকর্তারা।

ছাত্রদের উৎসাহ, উচ্ছ্বাস এবং সমন্বয়ের মাধ্যমে এক প্রাণবন্ত পরিবেশ তৈরি হয় পুরো আয়োজন জুড়ে। শিক্ষার্থীরা এমন আয়োজনের জন্য কলেজ প্রশাসন ও হল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

এই টুর্নামেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া মনোভাব, দলগত কাজের চেতনা ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা আরও বিকশিত হবে বলে আশা প্রকাশ করেন কলেজের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণ।

ঢাকা কলেজ প্রতিনিধি: মোঃ তানবীর হোসেন

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

ঢাকা কলেজ আন্তঃহল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দক্ষিণায়ন হল

প্রকাশঃ ০৬:০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

ঢাকা কলেজের আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচ আজ অনুষ্ঠিত হয়েছে কলেজ মাঠে। এবারের ফাইনালে মুখোমুখি হয় দক্ষিণায়ন হল ও বিজয় ২৪ হল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য ম্যাচে ১-৩ গোলের ব্যবধানে বিজয় ২৪ হলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় দক্ষিণায়ন হল।

খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে চলে আক্রমণ-পাল্টা আক্রমণ। তবে দক্ষ পাসিং, গতি ও সুশৃঙ্খল রক্ষণভাগের কারণে শুরু থেকেই এগিয়ে ছিল দক্ষিণায়ন হল। প্রথমার্ধে দক্ষিণায়নের পক্ষে একটি গোল আসে এবং দ্বিতীয়ার্ধে তারা আরও দুইবার জালের দেখা পায়। অপরদিকে বিজয় ২৪ হল শুধুমাত্র একটি গোল পরিশোধ করতে সক্ষম হয়।

খেলা শেষে আয়োজক কর্তৃপক্ষ বিজয়ী ও রানার-আপ দলকে পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, শিক্ষক প্রতিনিধি এবং প্রশাসনিক কর্মকর্তারা।

ছাত্রদের উৎসাহ, উচ্ছ্বাস এবং সমন্বয়ের মাধ্যমে এক প্রাণবন্ত পরিবেশ তৈরি হয় পুরো আয়োজন জুড়ে। শিক্ষার্থীরা এমন আয়োজনের জন্য কলেজ প্রশাসন ও হল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

এই টুর্নামেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া মনোভাব, দলগত কাজের চেতনা ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা আরও বিকশিত হবে বলে আশা প্রকাশ করেন কলেজের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণ।

ঢাকা কলেজ প্রতিনিধি: মোঃ তানবীর হোসেন

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”