বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ২০২৫

- প্রকাশঃ ০৬:১০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
- / 29
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাড্ডা উত্তর থানা শাখার উদ্যোগে আয়োজন করা হয়েছে “ফুটবল টুর্নামেন্ট ২০২৫”। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে পূর্বাচল ২৬ নম্বর বালুর মাঠে।
আয়োজক সূত্রে জানা যায়, আগামী ১২ মে পর্যন্ত দলগুলোকে অংশগ্রহণের জন্য এন্ট্রি ফি জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। অংশগ্রহণকারী প্রতিটি দলকে ১১৯১ টাকা এন্ট্রি ফি প্রদান করতে হবে। চ্যাম্পিয়ন দল পাবে ৩,০০০ টাকা এবং রানারআপ দল পাবে ১,৫০০ টাকার প্রাইজমানি।
খেলায় অংশগ্রহণের জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত নির্ধারণ করা হয়েছে। প্রতিযোগিতায় শুধুমাত্র শিক্ষার্থী (সর্বোচ্চ আলিম শ্রেণি পর্যন্ত) অংশগ্রহণ করতে পারবে। প্রতি দলে ৯ জন খেলোয়াড় ও অতিরিক্ত ৩ জন অতিথি থাকতে পারবে। সময়মতো ম্যাচে উপস্থিত থাকা এবং রেফারির সিদ্ধান্তকে চূড়ান্ত হিসেবে মেনে চলা বাধ্যতামূলক। এছাড়া খেলোয়াড়দের ইসলামী শালীনতা বজায় রেখে পোশাক পরিধান করতে হবে। যেকোনো অনিয়মের জন্য দলকে টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হতে পারে।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন। প্রতিটি ম্যাচ শেষে “ম্যান অব দ্য ম্যাচ” পুরস্কারও প্রদান করা হবে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাড্ডা উত্তর থানা শাখার এই আয়োজন তরুণ শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক চেতনা ছড়িয়ে দিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।
প্রতিনিধিঃওমর ফারুক