বিসিবির নতুন পরিচালক হলেন আমিনুল ইসলাম বুলবুল

- প্রকাশঃ ১২:৪০:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
- / 17
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
শুক্রবার (৩০ মে) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম এনডিসি বিসিবির সিইও বরাবর একটি চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্তের কথা জানান।
এর আগে, বৃহস্পতিবার (২৯ মে) বিসিবির পরিচালক ফারুক আহমেদকে তাঁর পদ থেকে সরিয়ে দেয় ক্রীড়া পরিষদ। তার একদিন পরই বুলবুলকে বিসিবির পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়। বিসিবির গঠনতন্ত্রের ১৩.২ (খ) (৪) ধারা অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে।
জানা গেছে, ফারুক আহমেদকে প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন দেওয়ার আগে তাকেও ক্রীড়া পরিষদ পরিচালক পদে বসিয়েছিল।
এদিকে, গতকাল আটজন বিসিবি পরিচালক ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেন। এরপর জাতীয় ক্রীড়া পরিষদ তাঁর কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করে নেয়।
পরবর্তীতে বিসিবির পরিচালনা পর্ষদ অনলাইনে বৈঠক করে ফারুকের পরিবর্তে নতুন কাউন্সিলর হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে মনোনয়ন দেয়। বিসিবির একজন সিনিয়র পরিচালক গণমাধ্যমকে জানান, বোর্ডের সব পরিচালকের উপস্থিতিতে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। তিনি আরও বলেন, এখন যেহেতু নতুন কাউন্সিলর চূড়ান্ত হয়েছে, খুব শিগগিরই বিসিবির নতুন সভাপতি ঘোষণার প্রক্রিয়াও শুরু হবে।
প্রতিবেদক: ইকবাল মাহমুদ