ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ফিনালিসিমা ২০২৬:

ফুটবলে নতুন যুগের দ্বৈরথ— মেসি বনাম ইয়ামাল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১২:৫৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / 3

অবশেষে অপেক্ষার অবসান। বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’ ২০২৬-এর তারিখ চূড়ান্ত করেছে আর্জেন্টিনা ও স্পেন। ইউরো ও কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নদের মধ্যকার এই হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ সালের মার্চ মাসে বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে।

মার্চের ১৭ থেকে ২৫ তারিখের মধ্যেই ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে সম্মত হয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ও স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। বিষয়টি নিশ্চিত হয়েছে ৭৫তম ফিফা কংগ্রেসে আর্জেন্টিনার ক্লদিও ‘চিকি’ তাপিয়া ও স্পেনের রাফায়েল লাওসানের আলোচনার মাধ্যমে।

তবে এখনও একটি শর্ত ঝুলে আছে স্পেনকে অবশ্যই বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হবে। দ্বিতীয় স্থান পেলে মার্চে তাদের প্লে-অফ খেলতে হতে পারে, তখন এই ফিনালিসিমা বাস্তবায়ন সম্ভব হবে না। তবে স্পেনের বর্তমান গ্রুপে অবস্থান ও পারফরম্যান্স বিবেচনায় সরাসরি যোগ্যতা অর্জনের সম্ভাবনা খুবই উজ্জ্বল।

ম্যাচের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। যুক্তরাষ্ট্রের নাম প্রাথমিকভাবে আলোচনায় এলেও এখন ফেভারিট কাতার ও সৌদি আরব। মধ্যপ্রাচ্যের বিলাসবহুল স্টেডিয়ামে বিশ্বকাপের আগে একটি ‘ওয়ার্ম-আপ’ মহারণ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে দুই দেশই। তারা ইতোমধ্যেই আকর্ষণীয় প্রস্তাব দিয়েছে আয়োজকদের কাছে।

২০২২ সালের ফিনালিসিমায় ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। এবার তাদের প্রতিপক্ষ ইউরোজয়ী স্পেন। ফুটবল দুনিয়ায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে লিওনেল মেসি বনাম লামিনে ইয়ামাল দ্বৈরথ—যেখানে একদিকে অভিজ্ঞতার শিখরে দাঁড়ানো মেসি, অন্যদিকে উঠতি বিস্ময় ইয়ামাল।

বিশ্বকাপের আগে এটি হতে পারে মেসির শেষ বড় আন্তর্জাতিক ম্যাচ। অন্যদিকে, স্পেনের নতুন প্রজন্ম নিজেদের ঝালিয়ে নেওয়ার বড় মঞ্চ পাবে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে।

ম্যাচের সুনির্দিষ্ট তারিখ ও ভেন্যু নির্ধারণ এখন শুধু সময়ের অপেক্ষা। তবে এতটুকু নিশ্চিত—২০২৬ সালের মার্চে ফুটবলবিশ্ব তাকিয়ে থাকবে আর্জেন্টিনা বনাম স্পেন, মেসি বনাম ইয়ামাল-এর এই মর্যাদার লড়াইয়ের দিকে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ফিনালিসিমা ২০২৬:

ফুটবলে নতুন যুগের দ্বৈরথ— মেসি বনাম ইয়ামাল

প্রকাশঃ ১২:৫৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

অবশেষে অপেক্ষার অবসান। বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’ ২০২৬-এর তারিখ চূড়ান্ত করেছে আর্জেন্টিনা ও স্পেন। ইউরো ও কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নদের মধ্যকার এই হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ সালের মার্চ মাসে বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে।

মার্চের ১৭ থেকে ২৫ তারিখের মধ্যেই ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে সম্মত হয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ও স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। বিষয়টি নিশ্চিত হয়েছে ৭৫তম ফিফা কংগ্রেসে আর্জেন্টিনার ক্লদিও ‘চিকি’ তাপিয়া ও স্পেনের রাফায়েল লাওসানের আলোচনার মাধ্যমে।

তবে এখনও একটি শর্ত ঝুলে আছে স্পেনকে অবশ্যই বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হবে। দ্বিতীয় স্থান পেলে মার্চে তাদের প্লে-অফ খেলতে হতে পারে, তখন এই ফিনালিসিমা বাস্তবায়ন সম্ভব হবে না। তবে স্পেনের বর্তমান গ্রুপে অবস্থান ও পারফরম্যান্স বিবেচনায় সরাসরি যোগ্যতা অর্জনের সম্ভাবনা খুবই উজ্জ্বল।

ম্যাচের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। যুক্তরাষ্ট্রের নাম প্রাথমিকভাবে আলোচনায় এলেও এখন ফেভারিট কাতার ও সৌদি আরব। মধ্যপ্রাচ্যের বিলাসবহুল স্টেডিয়ামে বিশ্বকাপের আগে একটি ‘ওয়ার্ম-আপ’ মহারণ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে দুই দেশই। তারা ইতোমধ্যেই আকর্ষণীয় প্রস্তাব দিয়েছে আয়োজকদের কাছে।

২০২২ সালের ফিনালিসিমায় ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। এবার তাদের প্রতিপক্ষ ইউরোজয়ী স্পেন। ফুটবল দুনিয়ায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে লিওনেল মেসি বনাম লামিনে ইয়ামাল দ্বৈরথ—যেখানে একদিকে অভিজ্ঞতার শিখরে দাঁড়ানো মেসি, অন্যদিকে উঠতি বিস্ময় ইয়ামাল।

বিশ্বকাপের আগে এটি হতে পারে মেসির শেষ বড় আন্তর্জাতিক ম্যাচ। অন্যদিকে, স্পেনের নতুন প্রজন্ম নিজেদের ঝালিয়ে নেওয়ার বড় মঞ্চ পাবে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে।

ম্যাচের সুনির্দিষ্ট তারিখ ও ভেন্যু নির্ধারণ এখন শুধু সময়ের অপেক্ষা। তবে এতটুকু নিশ্চিত—২০২৬ সালের মার্চে ফুটবলবিশ্ব তাকিয়ে থাকবে আর্জেন্টিনা বনাম স্পেন, মেসি বনাম ইয়ামাল-এর এই মর্যাদার লড়াইয়ের দিকে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”