ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রিয়ালের ঐতিহ্যবাহী ১০ নম্বর খালি,নতুন উত্তরসূরি কে?

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১১:০২:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • / 3

ক্রোয়াট কিংবদন্তি লুকা মদরিচ রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির ক্লাব এসি মিলানে পাড়ি জমানোর পর থেকেই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ফুটবল বিশ্বে—কে হবেন রিয়ালের নতুন ১০ নম্বর? কারণ, রিয়াল মাদ্রিদের এই আইকনিক জার্সি শুধু একটি নম্বর নয়, বরং সৃজনশীলতা, নেতৃত্ব ও ফুটবলীয় সৌন্দর্যের প্রতীক।

২০১৭ সাল থেকে রিয়ালের ১০ নম্বর জার্সিটি গায়ে চাপিয়েছেন লুকা মদরিচ। তার আগেই জার্সিটি গায়ে দিয়ে খেলেছেন মেসুত ওজিল, হামেস রদ্রিগেজ, লুইস ফিগো, ক্লারেন্স সিডর্ফ, মাইকেল লাউড্রুপ ও ফেরেঙ্ক পুসকাসের মতো ফুটবল মহারথীরা। মদরিচ এই জার্সিতে ২০১৮ সালে জিতেছিলেন ব্যালন ডি’অর। ফলে তার বিদায়ের পর এই জার্সির মালিক কে হবেন, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

১০ নম্বর জার্সির দৌড়ে কে এগিয়ে?

স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, মদরিচের রেখে যাওয়া জার্সির জন্য সবচেয়ে আলোচিত দুটি নাম—কিলিয়ান এমবাপ্পে ও আর্দা গুলের।
ফ্রান্সের জাতীয় দলে নিয়মিত ১০ নম্বর পরে খেলা এমবাপ্পে পিএসজিতে খেলেছেন ৭ নম্বরে। রিয়ালে যোগ দেওয়ার পর পেয়েছেন করিম বেনজেমার রেখে যাওয়া ৯ নম্বর জার্সি। রোনালদোর ৭ এবং মদরিচের ১০ নম্বর জার্সির প্রতি শ্রদ্ধা দেখিয়ে তিনি কোনো দাবি তোলেননি। তবে মদরিচ চলে যাওয়ায় এখন সেই পথ খুলে গেছে।

অন্যদিকে, তুর্কি তরুণ প্রতিভা আর্দা গুলের রিয়ালে নিজের প্রতিভার জানান দিয়েছেন স্বল্প সময়েই। নতুন কোচ জাবি আলোনসোর অধীনে তার উন্নতি নজর কাড়ছে সবার। ক্লাব বিশ্বকাপের পর একটি তাৎপর্যপূর্ণ মুহূর্তে লুকা মদরিচ নিজ হাতে নিজের ১০ নম্বর জার্সি গুলেরকে উপহার দেন। অনেকেই এটিকে ‘প্রতীকী দায়িত্ব হস্তান্তর’ হিসেবে দেখছেন।

রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ জানে, ১০ নম্বর জার্সি কেবল খেলোয়াড়ের মর্যাদাই নয়—এটি এক বিশাল ব্র্যান্ড ভ্যালু বহন করে। এমবাপ্পে যদি এই জার্সি পরে, বিশ্বব্যাপী তার জার্সির চাহিদা যে কতটা বাড়বে, তা আন্দাজ করাই যায়। একইভাবে, তরুণ প্রতিভা গুলেরকে এই জার্সি দিয়ে ভবিষ্যতের নেতৃত্বে তুলে আনারও সুযোগ আছে।

তবে ক্লাব সূত্র বলছে, এখনো এই জার্সি কাউকে না দেওয়ার কথাও ভাবছে রিয়াল। কারণ, জার্সির মূল্য কেবল তারকা নির্ভরতা নয়—বরং ঐতিহ্য, দায়বদ্ধতা এবং কৌশলগত পরিকল্পনার বিষয়।

কে হবেন মদরিচের উত্তরসূরি—বিশ্বতারকা এমবাপ্পে, প্রতিশ্রুতিশীল গুলের, নাকি আপাতত থাকবে শূন্য? রিয়াল মাদ্রিদ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি। তবে যে সিদ্ধান্তই আসুক, তা যে ভবিষ্যৎ পরিকল্পনা, ঐতিহ্য এবং বাণিজ্যের সমন্বয়ে হবে—তা বলাই যায়।

সমর্থকদের চোখ এখন ক্লাবের পরবর্তী ঘোষণার দিকে, যেখানে নির্ধারিত হবে—কে পরবেন সেই গর্বিত ১০ নম্বর!

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

রিয়ালের ঐতিহ্যবাহী ১০ নম্বর খালি,নতুন উত্তরসূরি কে?

প্রকাশঃ ১১:০২:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

ক্রোয়াট কিংবদন্তি লুকা মদরিচ রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির ক্লাব এসি মিলানে পাড়ি জমানোর পর থেকেই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ফুটবল বিশ্বে—কে হবেন রিয়ালের নতুন ১০ নম্বর? কারণ, রিয়াল মাদ্রিদের এই আইকনিক জার্সি শুধু একটি নম্বর নয়, বরং সৃজনশীলতা, নেতৃত্ব ও ফুটবলীয় সৌন্দর্যের প্রতীক।

২০১৭ সাল থেকে রিয়ালের ১০ নম্বর জার্সিটি গায়ে চাপিয়েছেন লুকা মদরিচ। তার আগেই জার্সিটি গায়ে দিয়ে খেলেছেন মেসুত ওজিল, হামেস রদ্রিগেজ, লুইস ফিগো, ক্লারেন্স সিডর্ফ, মাইকেল লাউড্রুপ ও ফেরেঙ্ক পুসকাসের মতো ফুটবল মহারথীরা। মদরিচ এই জার্সিতে ২০১৮ সালে জিতেছিলেন ব্যালন ডি’অর। ফলে তার বিদায়ের পর এই জার্সির মালিক কে হবেন, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

১০ নম্বর জার্সির দৌড়ে কে এগিয়ে?

স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, মদরিচের রেখে যাওয়া জার্সির জন্য সবচেয়ে আলোচিত দুটি নাম—কিলিয়ান এমবাপ্পে ও আর্দা গুলের।
ফ্রান্সের জাতীয় দলে নিয়মিত ১০ নম্বর পরে খেলা এমবাপ্পে পিএসজিতে খেলেছেন ৭ নম্বরে। রিয়ালে যোগ দেওয়ার পর পেয়েছেন করিম বেনজেমার রেখে যাওয়া ৯ নম্বর জার্সি। রোনালদোর ৭ এবং মদরিচের ১০ নম্বর জার্সির প্রতি শ্রদ্ধা দেখিয়ে তিনি কোনো দাবি তোলেননি। তবে মদরিচ চলে যাওয়ায় এখন সেই পথ খুলে গেছে।

অন্যদিকে, তুর্কি তরুণ প্রতিভা আর্দা গুলের রিয়ালে নিজের প্রতিভার জানান দিয়েছেন স্বল্প সময়েই। নতুন কোচ জাবি আলোনসোর অধীনে তার উন্নতি নজর কাড়ছে সবার। ক্লাব বিশ্বকাপের পর একটি তাৎপর্যপূর্ণ মুহূর্তে লুকা মদরিচ নিজ হাতে নিজের ১০ নম্বর জার্সি গুলেরকে উপহার দেন। অনেকেই এটিকে ‘প্রতীকী দায়িত্ব হস্তান্তর’ হিসেবে দেখছেন।

রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ জানে, ১০ নম্বর জার্সি কেবল খেলোয়াড়ের মর্যাদাই নয়—এটি এক বিশাল ব্র্যান্ড ভ্যালু বহন করে। এমবাপ্পে যদি এই জার্সি পরে, বিশ্বব্যাপী তার জার্সির চাহিদা যে কতটা বাড়বে, তা আন্দাজ করাই যায়। একইভাবে, তরুণ প্রতিভা গুলেরকে এই জার্সি দিয়ে ভবিষ্যতের নেতৃত্বে তুলে আনারও সুযোগ আছে।

তবে ক্লাব সূত্র বলছে, এখনো এই জার্সি কাউকে না দেওয়ার কথাও ভাবছে রিয়াল। কারণ, জার্সির মূল্য কেবল তারকা নির্ভরতা নয়—বরং ঐতিহ্য, দায়বদ্ধতা এবং কৌশলগত পরিকল্পনার বিষয়।

কে হবেন মদরিচের উত্তরসূরি—বিশ্বতারকা এমবাপ্পে, প্রতিশ্রুতিশীল গুলের, নাকি আপাতত থাকবে শূন্য? রিয়াল মাদ্রিদ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি। তবে যে সিদ্ধান্তই আসুক, তা যে ভবিষ্যৎ পরিকল্পনা, ঐতিহ্য এবং বাণিজ্যের সমন্বয়ে হবে—তা বলাই যায়।

সমর্থকদের চোখ এখন ক্লাবের পরবর্তী ঘোষণার দিকে, যেখানে নির্ধারিত হবে—কে পরবেন সেই গর্বিত ১০ নম্বর!

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”