ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিসিবির আর্থিক ও প্রশাসনিক সংস্কার: চিটাগং কিংসকে ৪৬ কোটি টাকার নোটিশ

মোঃ মুশফিকুর রহমান (মিরাজ)
  • প্রকাশঃ ০৮:২৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / 17

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আর্থিক স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা জোরদারে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসকে ৪৬ কোটি টাকার বকেয়া পরিশোধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে দুর্নীতি রোধে আইসিসির একজন সাবেক কর্মকর্তা নিয়োগ ও রাজশাহীর হোটেল ভাড়া এবং সাবেক কোচ জন টেইটের পাওনা মেটানোর ঘোষণা দিয়েছে বিসিবি।

বিসিবির তথ্য অনুযায়ী, বিপিএলের পূর্ববর্তী আসর থেকে ফ্র্যাঞ্চাইজি ফি, স্পনসরশিপ ও অন্যান্য চুক্তিগত দেনা মিলিয়ে চিটাগং কিংসের কাছে ৪৬ কোটি টাকা বকেয়া রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এ অর্থ পরিশোধ না করায় আইনি নোটিশ জারি করা হয়েছে। বিসিবির এক মুখপাত্র বলেন,
“সব ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে আর্থিক স্বচ্ছতা ও দায়বদ্ধতা আশা করি। চিটাগং কিংসকে পাওনা পরিশোধের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।”
যদিও ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে সূত্রমতে তারা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছে।

আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা আনতে আইসিসির অ্যান্টি-করাপশন ইউনিটে কর্মরত এক সাবেক কর্মকর্তাকে বিসিবিতে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিসিবির লেনদেন, চুক্তি ও অভ্যন্তরীণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন,
ক্রিকেটের সুনাম অক্ষুণ্ণ রাখতে আমরা বদ্ধপরিকর। এই নিয়োগ আমাদের সংস্কার কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ক্রিকেটপ্রেমীরা এটিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন, কারণ অতীতে বিসিবির আর্থিক অনিয়ম নিয়ে সমালোচনা ছিল তীব্র।

বিসিবি রাজশাহীতে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ও অন্যান্য টুর্নামেন্ট চলাকালে ব্যবহৃত হোটেলগুলোর প্রায় ২ কোটি টাকার বকেয়া ভাড়া পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি চিটাগং কিংসের সাবেক কোচ জন টেইটের বকেয়া বেতন ও পাওনা মেটানোর প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। টেইট, যিনি ২০২৩ সালে দলের কোচ ছিলেন, দীর্ঘদিন ধরে অর্থের জন্য দাবি জানিয়ে আসছিলেন। বিসিবির এক কর্মকর্তা জানান,
আমরা সব পাওনা পরিশোধ করে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে চাই। এটি আমাদের নতুন নীতির অংশ।

বিসিবির এই পদক্ষেপগুলো এসেছে এমন এক সময়ে, যখন বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আর্থিক অনিয়ম, চুক্তিগত জটিলতা ও প্রশাসনিক দুর্বলতা নিয়ে সমালোচনা বাড়ছিল। নতুন সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে বিসিবি এখন দায়বদ্ধতা ও সুশাসনের দিকে জোর দিচ্ছে। ইতোমধ্যে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির বেতন বৃদ্ধি, ঘরোয়া ক্রিকেট উন্নয়ন ও স্টেডিয়াম অবকাঠামোতে বিনিয়োগ শুরু করেছে বিসিবি।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

বিসিবির আর্থিক ও প্রশাসনিক সংস্কার: চিটাগং কিংসকে ৪৬ কোটি টাকার নোটিশ

প্রকাশঃ ০৮:২৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আর্থিক স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা জোরদারে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসকে ৪৬ কোটি টাকার বকেয়া পরিশোধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে দুর্নীতি রোধে আইসিসির একজন সাবেক কর্মকর্তা নিয়োগ ও রাজশাহীর হোটেল ভাড়া এবং সাবেক কোচ জন টেইটের পাওনা মেটানোর ঘোষণা দিয়েছে বিসিবি।

বিসিবির তথ্য অনুযায়ী, বিপিএলের পূর্ববর্তী আসর থেকে ফ্র্যাঞ্চাইজি ফি, স্পনসরশিপ ও অন্যান্য চুক্তিগত দেনা মিলিয়ে চিটাগং কিংসের কাছে ৪৬ কোটি টাকা বকেয়া রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এ অর্থ পরিশোধ না করায় আইনি নোটিশ জারি করা হয়েছে। বিসিবির এক মুখপাত্র বলেন,
“সব ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে আর্থিক স্বচ্ছতা ও দায়বদ্ধতা আশা করি। চিটাগং কিংসকে পাওনা পরিশোধের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।”
যদিও ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে সূত্রমতে তারা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছে।

আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা আনতে আইসিসির অ্যান্টি-করাপশন ইউনিটে কর্মরত এক সাবেক কর্মকর্তাকে বিসিবিতে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিসিবির লেনদেন, চুক্তি ও অভ্যন্তরীণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন,
ক্রিকেটের সুনাম অক্ষুণ্ণ রাখতে আমরা বদ্ধপরিকর। এই নিয়োগ আমাদের সংস্কার কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ক্রিকেটপ্রেমীরা এটিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন, কারণ অতীতে বিসিবির আর্থিক অনিয়ম নিয়ে সমালোচনা ছিল তীব্র।

বিসিবি রাজশাহীতে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ও অন্যান্য টুর্নামেন্ট চলাকালে ব্যবহৃত হোটেলগুলোর প্রায় ২ কোটি টাকার বকেয়া ভাড়া পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি চিটাগং কিংসের সাবেক কোচ জন টেইটের বকেয়া বেতন ও পাওনা মেটানোর প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। টেইট, যিনি ২০২৩ সালে দলের কোচ ছিলেন, দীর্ঘদিন ধরে অর্থের জন্য দাবি জানিয়ে আসছিলেন। বিসিবির এক কর্মকর্তা জানান,
আমরা সব পাওনা পরিশোধ করে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে চাই। এটি আমাদের নতুন নীতির অংশ।

বিসিবির এই পদক্ষেপগুলো এসেছে এমন এক সময়ে, যখন বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আর্থিক অনিয়ম, চুক্তিগত জটিলতা ও প্রশাসনিক দুর্বলতা নিয়ে সমালোচনা বাড়ছিল। নতুন সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে বিসিবি এখন দায়বদ্ধতা ও সুশাসনের দিকে জোর দিচ্ছে। ইতোমধ্যে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির বেতন বৃদ্ধি, ঘরোয়া ক্রিকেট উন্নয়ন ও স্টেডিয়াম অবকাঠামোতে বিনিয়োগ শুরু করেছে বিসিবি।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”