ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

এএফসি বাছাইপর্বে বাংলাদেশের ২০ জনের ফুটসাল দল ঘোষণা

মোঃ মুশফিকুর রহমান (মিরাজ)
  • প্রকাশঃ ০৯:২৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / 19

ছবি: সংগৃহীত

এএফসি ফুটসাল এশিয়ান কাপ বাছাইপর্বে অংশ নিতে ২০ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশব্যাপী ট্রায়াল এবং ইরানি কোচ সাঈদ খোদারাহমির নিবিড় তত্ত্বাবধানে এই দল গঠিত হয়েছে।

মিরপুর ইনডোর স্টেডিয়াম ও হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ট্রায়ালে ৬৩০ জন খেলোয়াড় অংশ নেন। সেখান থেকে ধাপে ধাপে বাছাইয়ের মাধ্যমে প্রাথমিকভাবে ৫২ জন নির্বাচিত হন। তাদের মধ্য থেকে কৌশল, গতি, ক্ষিপ্রতা ও দলগত সমন্বয়ের ভিত্তিতে চূড়ান্ত করা হয় ২০ জনকে।

বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান বলেন, এই দল বাংলাদেশের তরুণ প্রতিভার প্রতিফলন। তাদের গতি ও কৌশল ফুটসালে আমাদের সম্ভাবনাকে উজ্জ্বল করছে।

দলে জায়গা পেয়েছেন সাতজন বি.কে.এস.পি. ও বি এ এফ শাহীন কলেজ ঢাকার প্রাক্তন শিক্ষার্থী। এছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এআইইউবি এবং শান্ত-মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির স্কলারশিপপ্রাপ্ত কয়েকজন শিক্ষার্থীও রয়েছেন। একজন প্রবাসী বাংলাদেশি খেলোয়াড় যুক্ত হয়েছেন আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়ে।

চূড়ান্ত দলকে নিয়ে মিরপুর ইনডোর স্টেডিয়ামে চলছে নিবিড় প্রশিক্ষণ। কোচ সাঈদ খোদারাহমি বলেন, এই তরুণ দলের ক্ষিপ্রতা ও দ্রুতগতি ফুটসালের জন্য আদর্শ। আমরা এশিয়ান কাপে সেরা পারফরম্যান্স দেখাতে প্রস্তুত।

ফুটসালকে জনপ্রিয় করে তুলতে বাফুফে মিরপুর ইনডোর ও হ্যান্ডবল স্টেডিয়ামকে আধুনিকায়নের পরিকল্পনা করছে। ক্রীড়া বিশ্লেষকরা মনে করছেন, সীমিত অবকাঠামো ও অভিজ্ঞতার ঘাটতি কাটিয়ে উঠতে পারলে এই দল বাংলাদেশের ফুটসাল ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

এএফসি বাছাইপর্বে বাংলাদেশের ২০ জনের ফুটসাল দল ঘোষণা

প্রকাশঃ ০৯:২৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

এএফসি ফুটসাল এশিয়ান কাপ বাছাইপর্বে অংশ নিতে ২০ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশব্যাপী ট্রায়াল এবং ইরানি কোচ সাঈদ খোদারাহমির নিবিড় তত্ত্বাবধানে এই দল গঠিত হয়েছে।

মিরপুর ইনডোর স্টেডিয়াম ও হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ট্রায়ালে ৬৩০ জন খেলোয়াড় অংশ নেন। সেখান থেকে ধাপে ধাপে বাছাইয়ের মাধ্যমে প্রাথমিকভাবে ৫২ জন নির্বাচিত হন। তাদের মধ্য থেকে কৌশল, গতি, ক্ষিপ্রতা ও দলগত সমন্বয়ের ভিত্তিতে চূড়ান্ত করা হয় ২০ জনকে।

বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান বলেন, এই দল বাংলাদেশের তরুণ প্রতিভার প্রতিফলন। তাদের গতি ও কৌশল ফুটসালে আমাদের সম্ভাবনাকে উজ্জ্বল করছে।

দলে জায়গা পেয়েছেন সাতজন বি.কে.এস.পি. ও বি এ এফ শাহীন কলেজ ঢাকার প্রাক্তন শিক্ষার্থী। এছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এআইইউবি এবং শান্ত-মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির স্কলারশিপপ্রাপ্ত কয়েকজন শিক্ষার্থীও রয়েছেন। একজন প্রবাসী বাংলাদেশি খেলোয়াড় যুক্ত হয়েছেন আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়ে।

চূড়ান্ত দলকে নিয়ে মিরপুর ইনডোর স্টেডিয়ামে চলছে নিবিড় প্রশিক্ষণ। কোচ সাঈদ খোদারাহমি বলেন, এই তরুণ দলের ক্ষিপ্রতা ও দ্রুতগতি ফুটসালের জন্য আদর্শ। আমরা এশিয়ান কাপে সেরা পারফরম্যান্স দেখাতে প্রস্তুত।

ফুটসালকে জনপ্রিয় করে তুলতে বাফুফে মিরপুর ইনডোর ও হ্যান্ডবল স্টেডিয়ামকে আধুনিকায়নের পরিকল্পনা করছে। ক্রীড়া বিশ্লেষকরা মনে করছেন, সীমিত অবকাঠামো ও অভিজ্ঞতার ঘাটতি কাটিয়ে উঠতে পারলে এই দল বাংলাদেশের ফুটসাল ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”