লা লিগা জয় দিয়ে শুরু রিয়াল মাদ্রিদের

- প্রকাশঃ ০৯:৩২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / 15
কিলিয়ান এমবাপ্পের দ্বিতীয়ার্ধে করা একমাত্র পেনাল্টি গোলে নতুন মৌসুমে জয় দিয়ে লা লিগার অভিযান শুরু করেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ওসাসুনার বিপক্ষে ১-০ ব্যবধানের কষ্টার্জিত জয় এনে দিয়েছে ফরাসি সুপারস্টার। নতুন কোচ জাবি আলোনসোর অধীনে লস ব্লাঙ্কোসদের এটি প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ।
ম্যাচের শুরু থেকেই রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে রিয়ালের আক্রমণ ভেস্তে দেয় ওসাসুনা। বল দখলে এগিয়ে থাকলেও প্রথমার্ধে তেমন কোনো স্পষ্ট সুযোগ তৈরি করতে পারেনি স্বাগতিকরা। এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র প্রতিপক্ষের শক্ত ডিফেন্সে আটকে পড়েন। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে বক্সের ভেতর এমবাপ্পে ফাউলের শিকার হলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ঠাণ্ডা মাথায় স্পট কিক থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন এমবাপ্পে। এরপর আরও কিছু সুযোগ তৈরি হলেও ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় রিয়াল।
নতুন সাইনিং ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো বদলি হিসেবে নেমে প্রাণবন্ত পারফরম্যান্স দিলেও মাঝমাঠে সৃজনশীলতার ঘাটতি স্পষ্ট ছিল। আলোনসোর কৌশলে রক্ষণে শৃঙ্খলা দেখা গেলেও আক্রমণে আরও উন্নতির প্রয়োজন।
কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির বিদায়ের পর জাবি আলোনসো দায়িত্ব নিয়ে ডিফেন্স শক্তিশালী করতে ডিন হুইজসেন, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড ও আলভারো ক্যারেরাসকে দলে ভিড়িয়েছেন। তাদের উপস্থিতিতে রক্ষণে স্থিতিশীলতা মিললেও আক্রমণে ভরসা রাখতে হচ্ছে এমবাপ্পে-ভিনিসিয়ুসের ওপর।
লা লিগার উদ্বোধনী ম্যাচে টানা ১৬ মৌসুম অপরাজিত থাকল রিয়াল মাদ্রিদ (১১ জয়, ৫ ড্র)। অন্যদিকে, ওসাসুনার রক্ষণভিত্তিক খেলার ধারা অব্যাহত থাকলেও গোল হজমের পর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ গোল করা এমবাপ্পে নতুন মৌসুমেও নিজের গুরুত্ব প্রমাণ করলেন।