ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জুলিয়ান উডের পাওয়ার হিটিং ম্যাজিক: বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস টি২০ সিরিজ

ক্রীড়া প্রতিবেদক | মোঃ মুশফিকুর রহমান মিরাজ
  • প্রকাশঃ ০৯:২৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • / 2

ছবি: সংগৃহীত

আগামীকাল শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি২০ সিরিজ। ডাচ-বাংলা ব্যাংক টি২০আই সিরিজটি শুধু বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক লড়াই নয়, বরং টাইগারদের নতুন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের তত্ত্বাবধানে ব্যাটিং কৌশল পরীক্ষারও প্রথম সুযোগ।

ইংল্যান্ডের সাদা বল ক্রিকেটে পাওয়ার হিটিংয়ের বিপ্লবী কোচ জুলিয়ান উড জুলাইয়ে বিসিবির সঙ্গে যুক্ত হন। তিন সপ্তাহের ক্যাম্পে পুরুষ ও মহিলা দলের ব্যাটারদের বিশেষ কৌশল অনুশীলন করিয়েছেন তিনি। তাঁর ব্যবহৃত প্রোভেলোসিটি ব্যাট এবং বেসবল-প্রভাবিত মেকানিক্সের মাধ্যমে ব্যাটারদের ব্যাট স্পিড ও শটের শক্তি বাড়ানো হয়েছে।
উডের লক্ষ্য, বাংলাদেশি ব্যাটারদের শটে বাড়তি ৪-৫ মিটার দূরত্ব যোগ করা। তাঁর ভাষায়, বাংলাদেশি খেলোয়াড়দের শক্তি আছে, শুধু প্রয়োজন সঠিক কৌশলের।

জাকের আলী, লিটন দাস, তৌহিদ হৃদয় ও তাঞ্জিদ হাসানরা এই ক্যাম্পে উল্লেখযোগ্য উন্নতি করেছেন বলে জানা গেছে। জাকের বলেন, আমাদের খেলার ধরন পরিবর্তন করছি না, তবে শটে বাড়তি পাওয়ার আনছি।

ভারতের বিপক্ষে সিরিজ বাতিল হওয়ায় বিকল্প হিসেবে এই তিন ম্যাচের সিরিজ আয়োজন করে বিসিবি। এশিয়া কাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে এই লড়াইকে দেখছে টিম বাংলাদেশ। সিলেটের কন্ডিশন ঘরের মাঠে সুবিধা দিলেও নেদারল্যান্ডস সাম্প্রতিক বছরগুলোতে টি২০ ক্রিকেটে চমক দেখিয়ে নিজেদের শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে প্রমাণ করেছে।

সময়সূচি:  প্রথম টি২০: ৩০ আগস্ট ২০২৫, শনিবার, সন্ধ্যা ৬টা, সিলেট। দ্বিতীয় টি২০: ১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, সন্ধ্যা ৬টা, সিলেট। তৃতীয় টি২০: ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, সন্ধ্যা ৬টা, সিলেট।

সিরিজটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি স্পোর্টস। অনলাইনে দেখা যাবে র‍্যাবিটহোল বিডি এবং বিসিবি অ্যাপে। টিকিটের দাম ১৫০ টাকা (গ্যালারি) থেকে ২০০০ টাকা (গ্র্যান্ড স্ট্যান্ড)।

বাংলাদেশ: লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), জাকের আলী, তাঞ্জিদ হাসান, পারভেজ ইমন, সাইফ হাসান, তৌহিদ হৃদয়, শামিম হোসেন, সোহান, মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

প্রি-সিরিজ প্রেস কনফারেন্সে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, আমরা এশিয়া কাপের প্রস্তুতিতে আছি, এই সিরিজে নতুন কৌশল টেস্ট করব।
নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেন, সাবকন্টিনেন্টে খেলা সবসময় কঠিন, তবে আমরা প্রস্তুত। চমক দেওয়ার লক্ষ্য নিয়েই নেমেছি।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

জুলিয়ান উডের পাওয়ার হিটিং ম্যাজিক: বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস টি২০ সিরিজ

প্রকাশঃ ০৯:২৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

আগামীকাল শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি২০ সিরিজ। ডাচ-বাংলা ব্যাংক টি২০আই সিরিজটি শুধু বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক লড়াই নয়, বরং টাইগারদের নতুন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের তত্ত্বাবধানে ব্যাটিং কৌশল পরীক্ষারও প্রথম সুযোগ।

ইংল্যান্ডের সাদা বল ক্রিকেটে পাওয়ার হিটিংয়ের বিপ্লবী কোচ জুলিয়ান উড জুলাইয়ে বিসিবির সঙ্গে যুক্ত হন। তিন সপ্তাহের ক্যাম্পে পুরুষ ও মহিলা দলের ব্যাটারদের বিশেষ কৌশল অনুশীলন করিয়েছেন তিনি। তাঁর ব্যবহৃত প্রোভেলোসিটি ব্যাট এবং বেসবল-প্রভাবিত মেকানিক্সের মাধ্যমে ব্যাটারদের ব্যাট স্পিড ও শটের শক্তি বাড়ানো হয়েছে।
উডের লক্ষ্য, বাংলাদেশি ব্যাটারদের শটে বাড়তি ৪-৫ মিটার দূরত্ব যোগ করা। তাঁর ভাষায়, বাংলাদেশি খেলোয়াড়দের শক্তি আছে, শুধু প্রয়োজন সঠিক কৌশলের।

জাকের আলী, লিটন দাস, তৌহিদ হৃদয় ও তাঞ্জিদ হাসানরা এই ক্যাম্পে উল্লেখযোগ্য উন্নতি করেছেন বলে জানা গেছে। জাকের বলেন, আমাদের খেলার ধরন পরিবর্তন করছি না, তবে শটে বাড়তি পাওয়ার আনছি।

ভারতের বিপক্ষে সিরিজ বাতিল হওয়ায় বিকল্প হিসেবে এই তিন ম্যাচের সিরিজ আয়োজন করে বিসিবি। এশিয়া কাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে এই লড়াইকে দেখছে টিম বাংলাদেশ। সিলেটের কন্ডিশন ঘরের মাঠে সুবিধা দিলেও নেদারল্যান্ডস সাম্প্রতিক বছরগুলোতে টি২০ ক্রিকেটে চমক দেখিয়ে নিজেদের শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে প্রমাণ করেছে।

সময়সূচি:  প্রথম টি২০: ৩০ আগস্ট ২০২৫, শনিবার, সন্ধ্যা ৬টা, সিলেট। দ্বিতীয় টি২০: ১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, সন্ধ্যা ৬টা, সিলেট। তৃতীয় টি২০: ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, সন্ধ্যা ৬টা, সিলেট।

সিরিজটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি স্পোর্টস। অনলাইনে দেখা যাবে র‍্যাবিটহোল বিডি এবং বিসিবি অ্যাপে। টিকিটের দাম ১৫০ টাকা (গ্যালারি) থেকে ২০০০ টাকা (গ্র্যান্ড স্ট্যান্ড)।

বাংলাদেশ: লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), জাকের আলী, তাঞ্জিদ হাসান, পারভেজ ইমন, সাইফ হাসান, তৌহিদ হৃদয়, শামিম হোসেন, সোহান, মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

প্রি-সিরিজ প্রেস কনফারেন্সে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, আমরা এশিয়া কাপের প্রস্তুতিতে আছি, এই সিরিজে নতুন কৌশল টেস্ট করব।
নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেন, সাবকন্টিনেন্টে খেলা সবসময় কঠিন, তবে আমরা প্রস্তুত। চমক দেওয়ার লক্ষ্য নিয়েই নেমেছি।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”