ঢাকাস্থ লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদের আয়োজনে ঢাকায় আন্তঃক্যাম্পাস ফুটবল টুর্নামেন্ট ও চড়ুইভাতি

- প্রকাশঃ ০৮:৫৭:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / 38
ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন লালমনিরহাট প্রাইভেট ইউনিভার্সিটি কমিউনিটি | ছবি: প্রজন্ম কথা
ঢাকাস্থ লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদের আয়োজনে রাজধানীর আফতাবনগরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো আন্তঃক্যাম্পাস ফুটবল টুর্নামেন্ট ২০২৫। সকাল থেকে রাত পর্যন্ত চলা দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নেয় মোট ১২টি দল।
ফাইনালে অধিনায়ক জারিফের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় প্রাইভেট ইউনিভার্সিটি কমিউনিটি অফ লালমনিরহাট। ম্যান অব দ্য ফাইনাল, ম্যান অব দ্য টুর্নামেন্ট এবং সেরা গোলকিপারের পুরস্কার লাভ করেন যথাক্রমে শুভ, আসিফ ও অন্ত—যাঁরা তিনজনই প্রাইভেট ইউনিভার্সিটি কমিউনিটি অফ লালমনিরহাটের খেলোয়াড়।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন লালমনিরহাট প্রাইভেট ইউনিভার্সিটি কমিউনিটি | ছবি: প্রজন্ম কথা
দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো মাঠের মতো গ্যালারিতেও ছিল সমর্থকদের উচ্ছ্বাস ও উদ্দীপনা। খেলোয়াড় ও সমর্থকদের মিলনে পুরো আয়োজন যেন ঢাকায় এক টুকরো লালমনিরহাটে পরিণত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের জন্য নয়, বরং ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও ক্রীড়াচেতনা সৃষ্টির শক্তিশালী মাধ্যম। ঢাকায় অবস্থানরত লালমনিরহাটের শিক্ষার্থীদের এই মিলনমেলা ভবিষ্যতে আরও সুসংগঠিত হবে এবং তরুণ প্রজন্মকে দেশপ্রেম, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।
টুর্নামেন্ট শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। আয়োজক কমিটি সকল অংশগ্রহণকারী দল, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ধন্যবাদ জানান।
সেরা গোলকিপারের পুরস্কার তুলে দিচ্ছেন বিজয়ী দলের খেলোয়াড় অন্তর হাতে | ছবি: প্রজন্ম কথা
সংগঠনের সভাপতি মো: জিহাদ হোসেন বলেন, এই আয়োজন আমাদের সংগঠনের দীর্ঘদিনের প্রচেষ্টা ও ঐক্যের বহিঃপ্রকাশ। খেলাধুলা মানুষের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, ভ্রাতৃত্ব ও সহযোগিতার মানসিকতা গড়ে তোলে। আমরা আশা করি, ভবিষ্যতেও এমন আয়োজন তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করবে এবং লালমনিরহাট জেলার সুনাম ও ঐতিহ্যকে এগিয়ে নেবে।
সাধারণ সম্পাদক ইকবাল খান দূর্জয় বলেন, আন্তঃক্যাম্পাস ফুটবল টুর্নামেন্ট শুধু একটি খেলা নয়, বরং লালমনিরহাটের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন দৃঢ় করার একটি প্রয়াস। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় অনুষ্ঠান সফল হয়েছে। ভবিষ্যতেও এমন ইতিবাচক আয়োজন নিয়মিত করা হবে।
আয়োজক কমেটি | ছবি: প্রজন্ম কথা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— এম এ কাদের, প্রধান উপদেষ্টা, লালমনিরহাট জেলা সমিতি ঢাকা, সাদেকুল ইসলাম সৈকত – মহাপরিচালক, বাংলাদেশ জাতীয় জাদুঘর। আরো উপস্থিত ছিলেন- এম. এ. হানিফ, সোহেল হোসেন, মো: শাহ জালাল, আনোয়ার কবির, সরকার মো: ইমরুল কায়েস, ফরিদ হাসান, মো: আসাদুজ্জামান সুমন, আরিফ তিতাস, সঞ্জিত রায়, শাহ আনোয়ারুল অণু।
আয়োজকরা জানিয়েছেন, প্রতিবছর এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। পাশাপাশি আরও বৃহৎ পরিসরে সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম হাতে নেওয়া হবে, যা নতুন প্রজন্মকে দেশপ্রেম, সৌহার্দ্য ও ক্রীড়াচেতনায় উদ্বুদ্ধ করবে।