বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা
- প্রকাশঃ ০১:২৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / 7
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে যুক্ত হলেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। সোমবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়ন অনুযায়ী তাকে বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এনএসসি থেকে আনুষ্ঠানিকভাবে বিসিবিতে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
রুবাবা দৌলা জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত দুই সদস্যের একজন। তিনি সম্প্রতি অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে কাউন্সিলর মনোনয়ন পাওয়া এম ইসফাক আহসানের স্থলাভিষিক্ত হয়েছেন।
রুবাবা দৌলা এর আগে ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। করপোরেট অঙ্গনেও তিনি সুপরিচিত; দীর্ঘ ১১ বছর গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা (Chief Communication Officer) ও প্রধান বিপণন কর্মকর্তা (Chief Marketing Officer) হিসেবে দায়িত্ব পালন করেন। তার সময়েই গ্রামীণফোন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান স্পন্সর ছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করার পর রুবাবা দৌলা স্টকহোম স্কুল অব ইকোনমিক্স এবং লন্ডন বিজনেস স্কুল থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত।
নতুন দায়িত্ব পাওয়ায় বাংলাদেশ ক্রিকেটে নারী নেতৃত্বের আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে রুবাবা দৌলাকে।



























