শাকিব আল হাসানের প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে আশাবাদী বিসিবি

- প্রকাশঃ ১২:৪৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- / 37
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা অলরাউন্ডার শাকিব আল হাসানের ক্রিকেটে প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইফতেখার রহমান।
তিনি জানিয়েছেন, শাকিব এখনও জাতীয় দলের বিবেচনায় রয়েছেন। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা ও তার অসাধারণ দক্ষতা দলের জন্য এখনো অমূল্য বলে মনে করছেন বোর্ড কর্তৃপক্ষ।
ইফতেখার রহমান আরও বলেন,শাকিবের অভিজ্ঞতা দলের জন্য অপরিহার্য। আমরা এখনো তাকে পরিকল্পনার মধ্যে রেখেছি। তিনি আরও কিছু ঘরোয়া বা প্রস্তুতিমূলক ম্যাচ খেললে তার শারীরিক ও মানসিক প্রস্তুতির ভিত্তিতে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।
প্রতিবেদক:ওমর ফারুক