২৭ বছরের আইসিসি ট্রফি খরা কাটিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতল দক্ষিণ আফ্রিকা

- প্রকাশঃ ০৫:০১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
- / 47
দীর্ঘ ২৭ বছরের অপেক্ষার অবসান ঘটাল দক্ষিণ আফ্রিকা। লর্ডসের ঐতিহাসিক মাঠে অনুষ্ঠিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ২০২৫-এর ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো এই প্রতিযোগিতার শিরোপা নিজেদের করে নিল প্রোটিয়ারা।
টেস্ট ইতিহাসে দক্ষিণ আফ্রিকার এই জয় শুধু একটি ট্রফি জয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি তাদের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের ঘোষণাও। বহুবার আইসিসির ট্রফির দৌড়ের কাছাকাছি গিয়েও ফিরতে হয়েছে যে দলকে, এবার তারা শেষ পর্যন্ত সাফল্যের রঙ ছুঁতে সক্ষম হলো।
ফাইনালে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র ১৯৮ রানে। দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা ৫ উইকেট নিয়ে অসাধারণ বোলিং করেন। জবাবে দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে কিছুটা বিপর্যয়ের শিকার হলেও দ্বিতীয় ইনিংসে লক্ষ্য ছিল ২৮৬ রানের।
চ্যালেঞ্জিং এই লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার এইডেন মার্করাম খেলেন জীবনের অন্যতম সেরা ইনিংস—১৩৬ রান। ম্যাচজুড়ে তার ধৈর্য, নিয়ন্ত্রণ এবং স্ট্রোক খেলার পরিপক্বতা ছিল অনন্য। দলের অধিনায়ক টেম্বা বাভুমা, যিনি হ্যামস্ট্রিং চোট নিয়েও খেলেন, করেন ৬৫ রান—দলের জয়ের পথে আরেকটি অনুপ্রেরণাদায়ী অবদান।
অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ৬ উইকেট নিয়ে কিছুটা লড়াই করেন, ম্যাচে তার ৩০০তম টেস্ট উইকেটের মাইলফলকও স্পর্শ করেন তিনি। তবে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের দৃঢ়তায় এই ম্যাচ জয় তাদেরই হয়।
দক্ষিণ আফ্রিকার তাড়া করা ২৮৬ রান লর্ডস টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সফল রান তাড়া। এইডেন মার্করামের শতক তার ক্যারিয়ারের ১১তম এবং সম্ভবত সবচেয়ে তাৎপর্যপূর্ণ ইনিংস। কাগিসো রাবাদা দুই ইনিংস মিলিয়ে নেন ৯টি উইকেট ম্যাচ সেরা পারফরম্যান্সে।
অধিনায়ক টেম্বা বাভুমা ম্যাচশেষে বলেন, আমরা শুধু একটা ম্যাচ জিতিনি, একটা প্রজন্মকে নতুন আশা দিয়েছি। এই সাফল্য আমাদের ঐক্য, সাহস আর পরিকল্পনার ফসল।
অন্যদিকে পরাজিত অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স জানান, দক্ষিণ আফ্রিকা দারুণ খেলেছে। আমাদের সুযোগ ছিল, কিন্তু কাজে লাগাতে পারিনি। তবে এই দল নিয়েই আমরা আবার ফিরব।