শ্রীলঙ্কার মাটিতে রেকর্ড জয়: ৮৩ রানে গুঁড়িয়ে সিরিজে সমতায় বাংলাদেশ

- প্রকাশঃ ১১:২৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
- / 6
শ্রীলঙ্কার মাটিতে দাপুটে এক রেকর্ড জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। রোববার ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটে-বলে শ্বাসরুদ্ধকর নৈপুণ্যে স্বাগতিকদের ৮৩ রানে হারিয়েছে টাইগাররা। টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেটে ১৭৭ রানের চ্যালেঞ্জিং স্কোর তোলে। জবাবে শ্রীলঙ্কা ১৫.২ ওভারে মাত্র ৯৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশের বোলিং আক্রমণের কাছে।
রানের ব্যবধানে এটি বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সর্বোচ্চ জয়। এর আগে ক্যারিবিয়ানদের বিপক্ষে ৮০ রানের জয় ছিল রেকর্ড। সবমিলিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় বড় জয় এটি পাপুয়া নিউগিনির বিপক্ষে ২০২১ সালে আল আমেরাতে ৮৪ রানের জয় এখনও সর্বোচ্চ ব্যবধানের নজির।
দ্বিতীয় ম্যাচে লিটন দাসের টস হারা হলেও ব্যাট হাতে তার নেতৃত্ব অনন্য। উদ্বোধনী জুটিতে তানজিদ হাসান তামিমের সঙ্গে ৪৫ রান যোগ করেন তিনি। ৩৮ বলে ৫২ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন লিটন। শামীম হোসেন ২৮ বলে ৪৮ রান করে দলের স্কোর বোর্ডে জ্বালান আক্রমণাত্মক রান। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের বোলিং আক্রমণ ছিল শৃঙ্খলাবদ্ধ ও ছন্দময়। রিশাদ হোসেন ৩.২ ওভারে ১৮ রানে ৩ উইকেট নিয়ে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। শরিফুল ইসলাম ১২ রানে ২ উইকেট এবং সাইফউদ্দিন ২১ রানে ২ উইকেট নেন। মোস্তাফিজ ও মেহেদী হাসান মিরাজ নেন একটি করে উইকেট।
শ্রীলঙ্কার পক্ষে কেবল পাথুম নিশাঙ্কা (৩২) ও দাসুন শানাকা (২০) দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন। বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ৯৪ রানেই থেমে যায় স্বাগতিকদের ইনিংস। এই ম্যাচে আরেকটি রেকর্ড স্পর্শ করেছে বাংলাদেশ। দেশের বাইরে প্রথমবারের মতো কোনো টেস্ট খেলুড়ে দেশকে টি-টোয়েন্টিতে একশ রানের নিচে গুটিয়ে দিতে সক্ষম হলো টাইগাররা।
জয়ের পর অধিনায়ক লিটন দাস বলেন, টিমের সবাই আজ নিজেদের সেরাটা দিয়েছে। শামীমের ইনিংস ও বোলারদের নিয়ন্ত্রিত স্পেল আমাদের জয়ে বড় ভূমিকা রেখেছে। শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা অবশ্য হতাশা প্রকাশ করে বলেছেন, আমরা ভালো শুরু করেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছি। শেষ দিকে দ্রুত উইকেট হারানোই ম্যাচ থেকে ছিটকে দিয়েছে আমাদের।
প্রথম ম্যাচে ৭ উইকেটে হারা বাংলাদেশ এই জয়ে সিরিজে ফিরল সমতায় (১-১)। এখন শেষ ও তৃতীয় ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য। ১৬ জুলাই ডাম্বুলাতেই মুখোমুখি হবে দুই দল।