গ্লোবাল টি২০ লিগে ১ রানে রোমাঞ্চকর জয়, রেকর্ড গড়ল রংপুর রাইডারস

- প্রকাশঃ ১২:৪১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / 4
গ্লোবাল টি২০ লিগে নাটকীয় এক ম্যাচে বাংলাদেশি দল রংপুর রাইডারস মাত্র ১ রানে গায়না ওয়ারিয়র্সকে হারিয়ে নতুন রেকর্ড গড়েছে। শেষ বল পর্যন্ত টানটান উত্তেজনায় ভরা এই ম্যাচে রংপুরের বোলারদের দৃঢ় মনোবল দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়।
প্রথমে ব্যাট করতে নেমে রংপুর রাইডারস নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন কাইল মেয়ার্স, যিনি ৪২ বলে ৬৭ রানের অসাধারণ ইনিংস খেলে অপরাজিত থাকেন। ইব্রাহিম জাদরানও গুরুত্বপূর্ণ ৩১ বলে ৪৩ রান করে দলের সংগ্রহ সমৃদ্ধ করেন। তবে সৌম্য সরকারের ব্যাট থেকে আসে মাত্র ৫ রান, তিনি আলেনের বলে আউট হন।
জবাবে ব্যাট করতে নেমে গায়না ওয়ারিয়র্স ১৯.৫ ওভার পর্যন্ত লড়াই চালিয়ে গেলেও ১৫০ রানে গুটিয়ে যায়, জয়ের জন্য শেষ বলে প্রয়োজনীয় ২ রান তুলতে ব্যর্থ হয় তারা। ম্যাচের শেষ ওভারে রংপুরের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং দর্শকদের রুদ্ধশ্বাস করে তোলে।
রংপুরের বোলিংয়ে খালেদ আহমেদ ছিলেন সবচেয়ে কার্যকরী। তিনি ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করে ম্যাচের ভাগ্য বদলে দেন। তার সঙ্গে উসামা মির ২টি এবং স্মিথ ১টি উইকেট নেন। গায়নার পক্ষে খালেদ আহমেদই আবার বোলিংয়ে আলো ছড়ান, ৪ ওভারে ৪ উইকেট শিকার করে।
গায়নার ইনিংসে পাওয়ারপ্লের ৬ ওভারে ৫৪ রান ওঠে, তবে দ্রুত ২টি উইকেট হারানোয় চাপ তৈরি হয়। শেষদিকে রংপুরের বোলাররা ঠান্ডা মাথায় বোলিং করে লক্ষ্য রক্ষা করতে সমর্থ হন।
রংপুর রাইডারসের এই জয়ে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মধ্যে আনন্দের বন্যা বইছে। এই জয় প্রমাণ করেছে, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি দলগুলোর লড়াই করার সক্ষমতা ও মানসিক শক্তি কতটা দৃঢ়।