ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শেষ ম্যাচের আগে প্রস্তুত টাইগাররা: শ্রীলঙ্কার মাটিতে প্রথম টি২০ সিরিজ জয়ের লক্ষ্যে আজ ফাইনাল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৪:২৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / 9

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজের ফাইনাল ম্যাচ খেলতে আজ আর. প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে, যা টি-স্পোর্টস ও জিটিভিতে সরাসরি সম্প্রচারিত হবে।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হারলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। ৮৩ রানের বিশাল জয়ে সিরিজে সমতা ফেরানোয় এখন শ্রীলঙ্কার মাটিতে প্রথম টি২০ সিরিজ জয়ের স্বপ্ন দেখছে লিটন দাসের দল।

দলের পারফরম্যান্সে অধিনায়ক লিটন দাস নিজেই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। দ্বিতীয় ম্যাচে ৫০ বল থেকে ৭৬ রানের ঝকঝকে ইনিংস খেলে তিনি ফিরে পেয়েছেন ফর্ম। শামীম হোসেন (৪৮) ও তাওহিদ হৃদয় (৩১) ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বোলিংয়ে রিশাদ হোসেনের ৩ উইকেটের সঙ্গে শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিনের ধারাবাহিক বোলিংও দলকে আত্মবিশ্বাসী করেছে।

এদিকে শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা জানিয়েছেন, বাংলাদেশ স্লো উইকেটে সুবিধা পেয়ে থাকলেও ফাইনালে ব্যাটিং সহায়ক উইকেটেই বড় রান তাড়া করার কৌশল নেবে লঙ্কানরা। কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কার আগ্রাসী ব্যাটিং টাইগারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বোলিংয়ে মাথিশা পাথিরানা ও নুয়ান থুশারার মতো বোলাররাও হতে পারেন বাংলাদেশের জন্য হুমকি।

বিশ্লেষকরা মনে করছেন, ফাইনাল ম্যাচে টস ও পিচের আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের সমর্থকরা আশাবাদী যে লিটন দাসের নেতৃত্বে দল এবার শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস গড়বে। রিশাদ হোসেনের স্পিন ও মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান্স টাইগারদের বড় শক্তি হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সিরিজ জয়ের লড়াইয়ে আজ টাইগাররা মাঠে নামতে পারে পরিবর্তন ছাড়াই — দলের আত্মবিশ্বাস ও সমন্বয় ঠিক রাখতে কোচিং স্টাফও আগের একাদশেই আস্থা রাখছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

সমর্থকরা এখন মুখিয়ে আছেন টাইগারদের জয়োল্লাসের অপেক্ষায়।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

শেষ ম্যাচের আগে প্রস্তুত টাইগাররা: শ্রীলঙ্কার মাটিতে প্রথম টি২০ সিরিজ জয়ের লক্ষ্যে আজ ফাইনাল

প্রকাশঃ ০৪:২৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজের ফাইনাল ম্যাচ খেলতে আজ আর. প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে, যা টি-স্পোর্টস ও জিটিভিতে সরাসরি সম্প্রচারিত হবে।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হারলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। ৮৩ রানের বিশাল জয়ে সিরিজে সমতা ফেরানোয় এখন শ্রীলঙ্কার মাটিতে প্রথম টি২০ সিরিজ জয়ের স্বপ্ন দেখছে লিটন দাসের দল।

দলের পারফরম্যান্সে অধিনায়ক লিটন দাস নিজেই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। দ্বিতীয় ম্যাচে ৫০ বল থেকে ৭৬ রানের ঝকঝকে ইনিংস খেলে তিনি ফিরে পেয়েছেন ফর্ম। শামীম হোসেন (৪৮) ও তাওহিদ হৃদয় (৩১) ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বোলিংয়ে রিশাদ হোসেনের ৩ উইকেটের সঙ্গে শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিনের ধারাবাহিক বোলিংও দলকে আত্মবিশ্বাসী করেছে।

এদিকে শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা জানিয়েছেন, বাংলাদেশ স্লো উইকেটে সুবিধা পেয়ে থাকলেও ফাইনালে ব্যাটিং সহায়ক উইকেটেই বড় রান তাড়া করার কৌশল নেবে লঙ্কানরা। কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কার আগ্রাসী ব্যাটিং টাইগারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বোলিংয়ে মাথিশা পাথিরানা ও নুয়ান থুশারার মতো বোলাররাও হতে পারেন বাংলাদেশের জন্য হুমকি।

বিশ্লেষকরা মনে করছেন, ফাইনাল ম্যাচে টস ও পিচের আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের সমর্থকরা আশাবাদী যে লিটন দাসের নেতৃত্বে দল এবার শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস গড়বে। রিশাদ হোসেনের স্পিন ও মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান্স টাইগারদের বড় শক্তি হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সিরিজ জয়ের লড়াইয়ে আজ টাইগাররা মাঠে নামতে পারে পরিবর্তন ছাড়াই — দলের আত্মবিশ্বাস ও সমন্বয় ঠিক রাখতে কোচিং স্টাফও আগের একাদশেই আস্থা রাখছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

সমর্থকরা এখন মুখিয়ে আছেন টাইগারদের জয়োল্লাসের অপেক্ষায়।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”