ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের বিধ্বংসী ব্যাটিং: নেদারল্যান্ডসকে ৮ উইকেটে উড়িয়ে দিল টাইগাররা

মুশফিকুর রহমান মিরাজ
  • প্রকাশঃ ০৯:৫৯:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / 6

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রাতে দাপুটে ক্রিকেট উপহার দিল বাংলাদেশ। নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে এগিয়ে গেল লিটন দাসের দল।

প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস ২০ ওভারে তোলে ১৩৬/৮ রান। জবাবে বাংলাদেশ মাত্র ১৩.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩৮ রান তুলে সহজ জয় নিশ্চিত করে।

টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ছিল অধিনায়ক লিটন দাসের। সেই সিদ্ধান্তকে সার্থক করে তাসকিন আহমেদ আগুনঝরা স্পেলে ৪ ওভারে ২৮ রান দিয়ে নিলেন ৪ উইকেট। ম্যাক্স ও’ডাউড (২৩) ও ভিকরামজিত সিং (৪)-কে দ্রুত ফিরিয়ে নেন তিনি।
মুজিব উর রহমান (৪-০-২১-০) ও মুস্তাফিজুর রহমান (৪-০-১৯-১) নিয়ন্ত্রিত বোলিংয়ে মিডল অর্ডারে চাপ বাড়ান। নেদারল্যান্ডসের ইনিংসে একমাত্র তেয়া নিদামানুরু কিছুটা প্রতিরোধ গড়ে ২৬ রান করেন।

চেজে শুরুটা ভালো না হলেও (ইমন ১৫, তানজিদ ২৯), লিটন দাস ও সাইফ হাসানের ব্যাটে ফের ভরসা ফিরে পায় বাংলাদেশ। লিটন ২৯ বলে অপরাজেয় ৫৪ (৬ চার, ২ ছক্কা) এবং সাইফ ১৯ বলে ঝড়ো ৩৬ রান (১ চার, ৩ ছক্কা) করেন। ৩৯ বল হাতে রেখে টাইগাররা লক্ষ্য ছুঁয়ে ফেলে।

তাসকিন আহমেদ হন ম্যাচের নায়ক। তার দুর্দান্ত বোলিংয়ে জিতেছেন ম্যাচসেরা পুরস্কার। তিনি বলেন, পিচে সামান্য সাহায্য ছিল, আমরা সেটাকে কাজে লাগিয়েছি।

এই জয় বাংলাদেশের প্রস্তুতিকে আরও শক্তিশালী করল আসন্ন এশিয়া কাপের আগে, যেখানে গ্রুপ ‘বি’-তে প্রতিপক্ষ আফগানিস্তান, হংকং ও শ্রীলঙ্কা। সিরিজের দ্বিতীয় ম্যাচ ১ সেপ্টেম্বর, সিলেটে।

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এক সমর্থক লিখেছেন, What a win by Bangladesh! Taskin’s bowling was unreal!

আজকের জয়কে বিশেষজ্ঞরা বাংলাদেশের জন্য একটি মাইলফলক হিসেবে দেখছেন। কারণ, তাসকিনের আগ্রাসী বোলিং, লিটনের ঠান্ডা মাথার নেতৃত্ব আর সাইফের ঝড়ো ব্যাটিং—সব মিলে টাইগারদের শক্তি আন্তর্জাতিক মঞ্চে নতুন মাত্রায় নিয়ে গেছে।

শেয়ার করুন

বাংলাদেশের বিধ্বংসী ব্যাটিং: নেদারল্যান্ডসকে ৮ উইকেটে উড়িয়ে দিল টাইগাররা

প্রকাশঃ ০৯:৫৯:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রাতে দাপুটে ক্রিকেট উপহার দিল বাংলাদেশ। নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে এগিয়ে গেল লিটন দাসের দল।

প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস ২০ ওভারে তোলে ১৩৬/৮ রান। জবাবে বাংলাদেশ মাত্র ১৩.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩৮ রান তুলে সহজ জয় নিশ্চিত করে।

টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ছিল অধিনায়ক লিটন দাসের। সেই সিদ্ধান্তকে সার্থক করে তাসকিন আহমেদ আগুনঝরা স্পেলে ৪ ওভারে ২৮ রান দিয়ে নিলেন ৪ উইকেট। ম্যাক্স ও’ডাউড (২৩) ও ভিকরামজিত সিং (৪)-কে দ্রুত ফিরিয়ে নেন তিনি।
মুজিব উর রহমান (৪-০-২১-০) ও মুস্তাফিজুর রহমান (৪-০-১৯-১) নিয়ন্ত্রিত বোলিংয়ে মিডল অর্ডারে চাপ বাড়ান। নেদারল্যান্ডসের ইনিংসে একমাত্র তেয়া নিদামানুরু কিছুটা প্রতিরোধ গড়ে ২৬ রান করেন।

চেজে শুরুটা ভালো না হলেও (ইমন ১৫, তানজিদ ২৯), লিটন দাস ও সাইফ হাসানের ব্যাটে ফের ভরসা ফিরে পায় বাংলাদেশ। লিটন ২৯ বলে অপরাজেয় ৫৪ (৬ চার, ২ ছক্কা) এবং সাইফ ১৯ বলে ঝড়ো ৩৬ রান (১ চার, ৩ ছক্কা) করেন। ৩৯ বল হাতে রেখে টাইগাররা লক্ষ্য ছুঁয়ে ফেলে।

তাসকিন আহমেদ হন ম্যাচের নায়ক। তার দুর্দান্ত বোলিংয়ে জিতেছেন ম্যাচসেরা পুরস্কার। তিনি বলেন, পিচে সামান্য সাহায্য ছিল, আমরা সেটাকে কাজে লাগিয়েছি।

এই জয় বাংলাদেশের প্রস্তুতিকে আরও শক্তিশালী করল আসন্ন এশিয়া কাপের আগে, যেখানে গ্রুপ ‘বি’-তে প্রতিপক্ষ আফগানিস্তান, হংকং ও শ্রীলঙ্কা। সিরিজের দ্বিতীয় ম্যাচ ১ সেপ্টেম্বর, সিলেটে।

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এক সমর্থক লিখেছেন, What a win by Bangladesh! Taskin’s bowling was unreal!

আজকের জয়কে বিশেষজ্ঞরা বাংলাদেশের জন্য একটি মাইলফলক হিসেবে দেখছেন। কারণ, তাসকিনের আগ্রাসী বোলিং, লিটনের ঠান্ডা মাথার নেতৃত্ব আর সাইফের ঝড়ো ব্যাটিং—সব মিলে টাইগারদের শক্তি আন্তর্জাতিক মঞ্চে নতুন মাত্রায় নিয়ে গেছে।