ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মেয়েদের বিশ্বকাপে বাংলাদেশের দাপুটে শুরু: পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে স্বপ্নযাত্রা

মোঃ মুশফিকুর রহমান (মিরাজ)
  • প্রকাশঃ ০৮:৪৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • / 21

আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫-এর তৃতীয় ম্যাচে দুর্দান্ত জয় দিয়ে আসর শুরু করল বাংলাদেশ। কলম্বোর আর. প্রেমদাসা স্টেডিয়ামে সোমবার পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশনে স্বপ্নযাত্রা শুরু করল নিগার সুলতানার দল।

মাত্র ১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ৩১.১ ওভারে ১৩১/৩ রান করে সহজ জয় নিশ্চিত করে। এটি বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় জয়—প্রথম জয়টিও এসেছিল ২০২২ সালে পাকিস্তানের বিরুদ্ধেই। ম্যাচের সেরা নির্বাচিত হন পেসার মারুফা আক্তার (২/৩১)। তবে আসরের প্রথম ম্যাচ খেলতে নেমেই অপরাজিত ৫৪ রানের দারুণ ইনিংস খেলে আলো কেড়ে নেন ডেবিউট্যান্ট রুবিয়া হায়দার।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শৃঙ্খলাবদ্ধ বোলিংয়ে ধসে পড়ে পাকিস্তান। ৩৮.৩ ওভারে ১২৯ রানে অলআউট হয় তারা। মারুফা আক্তারের প্রথম ওভারেই দুই উইকেট (ওমাইমা সোহাইল ও সিদরা আমিন) নিয়ে ম্যাচের গতি পাল্টে দেন। পরে স্পিনার ফাহিমা খাতুন, রাবেয়া খান ও শর্না আক্তার দুর্দান্ত বোলিং করে পাকিস্তানকে চাপে ফেলে দেন। শর্না আক্তার নেন ক্যারিয়ার-সেরা ৩/৫। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ১৭ রান আসে মুনিবা আলীর ব্যাট থেকে।

জবাবে বাংলাদেশের শুরুটা ধীরগতির ছিল। ১২ ওভারে দুই উইকেটে ৩৫ রান তোলে দল। তবে অধিনায়ক নিগার সুলতানা জোটির ২৮ রানের পর রুবিয়া হায়দার (৭৭ বলে ৫৪*, ৪ চার) ও সোভানা মোস্তারি (২৪*, সব বাউন্ডারি) ৬২ রানের অপরাজিত জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। বিশেষ করে রুবিয়ার ডেবিউ হাফ-সেঞ্চুরি দর্শকদের উল্লাসে ভাসায়।

ম্যাচশেষে নিগার সুলতানা জোতি বলেন, “আমরা শুরুতে ব্যাটিং করতে চেয়েছিলাম, কিন্তু বোলিংয়ে পরিকল্পনা কাজে লেগেছে। এই জয় দলের আত্মবিশ্বাসকে আরও বাড়াবে।”

তবে পাকিস্তানের সাম্প্রতিক পরিসংখ্যান তাদের চিন্তায় ফেলছে। শেষ ২২ ম্যাচে মাত্র এক জয়, আর গত ৩১ ম্যাচে কেবল তিন জয়। পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা বলেছেন, “আমরা ভুল থেকে শিখব এবং কলম্বোতে বাকি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াব।”

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৬ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে। এই জয় দলকে যে মানসিক শক্তি জুগিয়েছে, তা ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও বড় ভূমিকা রাখতে পারে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

মেয়েদের বিশ্বকাপে বাংলাদেশের দাপুটে শুরু: পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে স্বপ্নযাত্রা

প্রকাশঃ ০৮:৪৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫-এর তৃতীয় ম্যাচে দুর্দান্ত জয় দিয়ে আসর শুরু করল বাংলাদেশ। কলম্বোর আর. প্রেমদাসা স্টেডিয়ামে সোমবার পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশনে স্বপ্নযাত্রা শুরু করল নিগার সুলতানার দল।

মাত্র ১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ৩১.১ ওভারে ১৩১/৩ রান করে সহজ জয় নিশ্চিত করে। এটি বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় জয়—প্রথম জয়টিও এসেছিল ২০২২ সালে পাকিস্তানের বিরুদ্ধেই। ম্যাচের সেরা নির্বাচিত হন পেসার মারুফা আক্তার (২/৩১)। তবে আসরের প্রথম ম্যাচ খেলতে নেমেই অপরাজিত ৫৪ রানের দারুণ ইনিংস খেলে আলো কেড়ে নেন ডেবিউট্যান্ট রুবিয়া হায়দার।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শৃঙ্খলাবদ্ধ বোলিংয়ে ধসে পড়ে পাকিস্তান। ৩৮.৩ ওভারে ১২৯ রানে অলআউট হয় তারা। মারুফা আক্তারের প্রথম ওভারেই দুই উইকেট (ওমাইমা সোহাইল ও সিদরা আমিন) নিয়ে ম্যাচের গতি পাল্টে দেন। পরে স্পিনার ফাহিমা খাতুন, রাবেয়া খান ও শর্না আক্তার দুর্দান্ত বোলিং করে পাকিস্তানকে চাপে ফেলে দেন। শর্না আক্তার নেন ক্যারিয়ার-সেরা ৩/৫। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ১৭ রান আসে মুনিবা আলীর ব্যাট থেকে।

জবাবে বাংলাদেশের শুরুটা ধীরগতির ছিল। ১২ ওভারে দুই উইকেটে ৩৫ রান তোলে দল। তবে অধিনায়ক নিগার সুলতানা জোটির ২৮ রানের পর রুবিয়া হায়দার (৭৭ বলে ৫৪*, ৪ চার) ও সোভানা মোস্তারি (২৪*, সব বাউন্ডারি) ৬২ রানের অপরাজিত জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। বিশেষ করে রুবিয়ার ডেবিউ হাফ-সেঞ্চুরি দর্শকদের উল্লাসে ভাসায়।

ম্যাচশেষে নিগার সুলতানা জোতি বলেন, “আমরা শুরুতে ব্যাটিং করতে চেয়েছিলাম, কিন্তু বোলিংয়ে পরিকল্পনা কাজে লেগেছে। এই জয় দলের আত্মবিশ্বাসকে আরও বাড়াবে।”

তবে পাকিস্তানের সাম্প্রতিক পরিসংখ্যান তাদের চিন্তায় ফেলছে। শেষ ২২ ম্যাচে মাত্র এক জয়, আর গত ৩১ ম্যাচে কেবল তিন জয়। পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা বলেছেন, “আমরা ভুল থেকে শিখব এবং কলম্বোতে বাকি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াব।”

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৬ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে। এই জয় দলকে যে মানসিক শক্তি জুগিয়েছে, তা ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও বড় ভূমিকা রাখতে পারে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”