রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের কোচ হচ্ছেন আনচেলত্তি

- প্রকাশঃ ০৩:১৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / 73
ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সাফল্যের রাজপুত্র কার্লো আনচেলত্তি অবশেষে দক্ষিণ আমেরিকার ঐতিহ্যবাহী ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন। চলতি মৌসুম শেষেই রিয়াল মাদ্রিদ ছেড়ে সেলেসাওদের কোচের চেয়ারে বসবেন ৬৫ বছর বয়সী এই ইতালিয়ান।
আগামী ২৬ মে আনচেলত্তি ব্রাজিল দায়িত্বে যোগ দেবেন বলে নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। তার নেতৃত্বেই ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এ নিয়ে প্রথমবারের মতো কোনো বিদেশি কোচের হাতে উঠছে ব্রাজিল জাতীয় দলের ভার।
সিবিএফ সভাপতি এডনালদো রদ্রিগেজ আনচেলত্তির নিয়োগকে “একটি কৌশলগত সিদ্ধান্তের চেয়ে বড় কিছু” হিসেবে অভিহিত করে বলেন, “সে ইতিহাসের সেরা কোচ, আর এখন দায়িত্বে সেরা দল—ব্রাজিল। আমরা একসঙ্গে আবারও সোনালি অধ্যায় রচনা করব।”
রিয়াল মাদ্রিদের সঙ্গে আনচেলত্তির বিদায় ইতোমধ্যেই চূড়ান্ত হলেও ক্লাবটি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমসহ আন্তর্জাতিক পর্যায়ে খবর ছড়িয়ে পড়েছে, আনচেলত্তির সঙ্গে মাদ্রিদের সমঝোতা হয়েছে আগেই।
দুই দফা রিয়ালের কোচ হিসেবে ১৫টি শিরোপা জিতেছেন আনচেলত্তি। তার কোচিংয়ে সর্বশেষ মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয় করে ‘ডাবল’ ঘরে তোলে লস ব্ল্যাঙ্কোসরা। তবে চলতি মৌসুমে আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়, কোপা দেল রে ফাইনালে বার্সার কাছে পরাজয় এবং লা লিগায় হান্সি ফ্লিকের বার্সেলোনার চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে থাকার কারণে ট্রফিশূন্য মৌসুমের শঙ্কা জেগেছে।
ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে আনচেলত্তির প্রথম ম্যাচ হতে যাচ্ছে ৬ জুন, ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে। তার আগেই আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন রিয়ালের ডাগআউট থেকে।