হামজার অভিষেক গোল, দাপুটে জয় দিয়ে জাতীয় স্টেডিয়ামে ফিরল বাংলাদেশ

- প্রকাশঃ ০৩:৫০:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
- / 46
দীর্ঘদিন পর ফিরেছে আন্তর্জাতিক ম্যাচের উত্তাপ, গর্জে উঠেছে জাতীয় স্টেডিয়াম। সেই ফেরাটা স্মরণীয় করে রাখতে চেয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। চেয়েছিল দর্শকদের সামনে নিজেদের সেরাটা উপহার দিতে। মিডফিল্ডে নতুন মুখ হামজা চৌধুরী ও অভিজ্ঞ সোহেল রানার জাদুতে সেই চাওয়া পূরণ হয়েছে। ভুটানকে ২-০ গোলে হারিয়ে দারুণ জয় দিয়ে ঘরের মাঠে ফিরেছে বাংলাদেশ।
প্রথমবার জাতীয় দলের জার্সিতে মাঠে নেমে স্টেডিয়ামের কানায় কানায় ভরা গ্যালারির মন জয় করেছেন ইংলিশ লিগে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী। ম্যাচের মাত্র ৬ মিনিটে জামাল ভূঁইয়ার কর্নার কিক থেকে হেড করে গোল করে বাংলাদেশের এগিয়ে যাওয়ার সূচনা করেন তিনি।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল স্বাগতিকদের। রাইট উইং থেকে একের পর এক আক্রমণে ব্যস্ত রাখেন ভুটানের রক্ষণভাগকে। বাম প্রান্তে ফাহামিদুল ইসলাম ছিলেন দুর্দান্ত। প্রবাসী এই ফরোয়ার্ডের গতি ও কাটব্যাকে কাঁপেছে প্রতিপক্ষ। অভিষেক ম্যাচে তার আত্মবিশ্বাসে মুগ্ধ হয়েছে গ্যালারি।
৩০ মিনিটে রাকিব হোসেনের শট গোলের কাছাকাছি গেলেও পোস্ট ঘেঁষে বাইরে চলে যায় জামাল ভূঁইয়ার নেওয়া শট। এরপরও একের পর এক আক্রমণে এগিয়ে গিয়েছে বাংলাদেশ, তবে প্রথমার্ধে আর গোল না পেয়ে ১-০ ব্যবধানে বিরতিতে যায় লাল-সবুজের দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা কয়েকটি পরিবর্তন আনেন। উঠে যান হামজা, জামাল ও কাজেম; নেমে আসেন হৃদয়, মোরসালিন ও ইব্রাহিম। ম্যাচের ৪৮ মিনিটে দ্বিতীয় গোলটি আসে অভিজ্ঞ সোহেল রানার পা থেকে। দূরপাল্লার দারুণ শটে ভুটানের জালে বল জড়ান তিনি।
রাকিব হোসেন এর কিছুক্ষণ পর খালি গোল মিস করলে ব্যবধান আর বাড়েনি। তবে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে বাংলাদেশ।
ম্যাচের শেষভাগে খেলোয়াড় বদলের কোটা শেষ হওয়ায় ৮৫ মিনিটের পর ডিফেন্ডার সাদউদ্দিন ইনজুরিতে মাঠ ছাড়লে বাংলাদেশ ১০ জন নিয়েই ম্যাচ শেষ করে। এই সময়ও আরেকটি গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ, তবে ভুটান গোলরক্ষকের দৃঢ়তায় গোল হয়নি।
অন্যদিকে, শেষ মুহূর্তে বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা নিজেকে প্রমাণ করেন। ইনজুরি সময়ে জিগমে নামগয়ালের কাছ থেকে নেওয়া শট অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দিয়ে গোল না খাওয়ার আত্মবিশ্বাস ফিরিয়ে দেন।
এ ম্যাচে ৬টি পরিবর্তন করেছেন কোচ ক্যাবরেরা। যেখানে ফিফা অনুমোদিত ৫ বদলের নিয়ম থাকলেও প্রীতি ম্যাচ হওয়ায় তিনি বাড়তি পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নিয়েছেন। অভিষেকে আল আমিন নামের আরও এক ফরোয়ার্ড পেয়েছেন আন্তর্জাতিক মঞ্চের স্বাদ।
সামনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে নতুনদের পরখ করে নেওয়ার সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন কোচ। ম্যাচ শেষে গ্যালারি ছাড়ার সময় অনেকের মুখেই শোনা গেছে, এমন বাংলাদেশই তো দেখতে চাই!