ক্রিশ্চিয়ান রোনালদোর দুর্দান্ত কাম ব্যাক : জার্মানদের ২-১ গোলে হারিরে ফাইনালে পর্তুগাল

- প্রকাশঃ ০৬:২৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
- / 13
গতকাল, ৪ জুন ২০২৫, ইউরোপিয়ান ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ইউইএফএ নেশনস লিগের সেমিফাইনালে মিউনিখের ঐতিহাসিক আলিয়াঞ্জ অ্যারেনায় মুখোমুখি হয়েছিল পর্তুগাল ও জার্মানি। উত্তেজনাপূর্ণ এই লড়াইয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর নেতৃত্বাধীন পর্তুগাল ২-১ গোলে স্বাগতিক জার্মানিকে পরাজিত করে জায়গা করে নিয়েছে টুর্নামেন্টের ফাইনালে।
এই জয়টি শুধু একটি সেমিফাইনাল জয় নয়, বরং এটি একটি ঐতিহাসিক মুহূর্তও বটে। কারণ, দীর্ঘ ২৫ বছর পর এই প্রথমবার জার্মানির বিপক্ষে জয় তুলে নিল পর্তুগাল।
ম্যাচটি শুরু থেকেই উত্তেজনাপূর্ণ ছিল। প্রথমার্ধে দুই দলই বেশ কিছু আক্রমণ পরিচালনা করলেও গোলের দেখা পায়নি কেউই। তবে দ্বিতীয়ার্ধে খেলা গতি পায়। ম্যাচের ৪৮ মিনিটে জার্মানির তরুণ তারকা ফ্লোরিয়ান উইর্টজের হেড থেকে প্রথম গোলটি আসে। ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েও দমে যায়নি পর্তুগাল।
৬৩ মিনিটে ফ্রান্সিসকো কনসেইসাও একটি দুর্দান্ত গোল করে ম্যাচে সমতা ফেরান। এর ঠিক পাঁচ মিনিট পর, ৬৮ মিনিটে রোনালদো নুনো মেন্দেসের সহায়তায় একটি সহজ ট্যাপ-ইন গোল করে পর্তুগালকে এগিয়ে দেন ২-১ ব্যবধানে। আন্তর্জাতিক ফুটবলে এটি রোনালদোর ১৩৭তম গোল, যা তার কিংবদন্তি মর্যাদাকে আরও দৃঢ় করেছে।
জার্মানি ম্যাচের শেষ মুহূর্তে সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে। তবে বদলি খেলোয়াড় কারিম আদেয়েমির শট পোস্টে লেগে ফিরে আসলে তাদের আশাভঙ্গ হয়।
ম্যাচ শুরুর আগে একটি ছোটখাটো নিরাপত্তা বিঘ্ন ঘটে, যখন এক দর্শক মাঠে ঢুকে রোনালদোর সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। দ্রুত নিরাপত্তা কর্মীরা তাকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পাশাপাশি, মিউনিখে হঠাৎ ঝড় শুরু হওয়ায় ম্যাচ শুরু হতে ১০ মিনিট বিলম্ব হয়।
এই জয়ের ফলে পর্তুগাল দ্বিতীয়বারের মতো নেশনস লিগের শিরোপার দিকে এগিয়ে যাচ্ছে। ৮ জুন মিউনিখেই ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে স্পেন অথবা ফ্রান্স। অন্যদিকে, হারের ফলে জার্মানি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে অংশ নেবে।
২০১৯ সালে প্রথমবার ইউইএফএ নেশনস লিগ শিরোপা জেতা পর্তুগাল এবার রোনালদোর নেতৃত্বে দ্বিতীয় শিরোপার স্বপ্নে বিভোর। তাদের আত্মবিশ্বাস, অভিজ্ঞতা এবং ঐতিহাসিক প্রেরণা হয়তো আবারও ইউরোপকে চমকে দিতে পারে।