ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে : পিএসজি কে ৩-০ গোলে উড়িয়ে বিশ্ব চ্যাম্পিয়ন চেলসি

- প্রকাশঃ ০৯:৪০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / 59
ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইঁ (পিএসজি)-কে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে ইংলিশ ক্লাব চেলসি। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে ৮১,১১৮ দর্শকের সামনে কোল পালমারের জোড়া গোল ও এক অ্যাসিস্টে ভর করে এনজো মারেস্কার শিষ্যরা দেখিয়েছে অপ্রতিরোধ্য পারফরম্যান্স। এই জয়ে চেলসি প্রথম ইংলিশ ক্লাব হিসেবে একাধিকবার ক্লাব বিশ্বকাপ জয়ের অনন্য কৃতিত্ব গড়েছে।
ম্যাচের শুরু থেকেই চেলসি দাপট দেখাতে থাকে। ২২তম মিনিটে ম্যালো গুস্তোর নিখুঁত রানের পর পিএসজির ডিফেন্ডার নুনো মেন্ডেসের ভুলে বল পেয়ে যান কোল পালমার। হিমশীতল স্থিরতায় পিএসজির অভিজ্ঞ গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মাকে পরাস্ত করে দলকে এগিয়ে দেন এই তরুণ তারকা। মাত্র আট মিনিটের ব্যবধানে ৩০তম মিনিটে আবারও নিজের মেধার প্রমাণ দেন পালমার— লেভি কলউইলের লম্বা পাস ধরে চমৎকার এক ডামি দিয়ে লুকাস বেরালদোকে বিভ্রান্ত করে একদম একই কোণে বল জড়ান জালে।
প্রথমার্ধ শেষের ঠিক আগে, ৪৩তম মিনিটে পালমারের বুদ্ধিদীপ্ত পাস থেকে ক্লাবের নতুন সাইনিং জোয়াও পেদ্রো দুর্দান্ত ফিনিশিংয়ে চেলসির লিড ৩-০ করে দেন। এই ধাক্কা আর সামলাতে পারেনি পিএসজি।
বিরতির পর কিছুটা চাপে ফেলার চেষ্টা করে পিএসজি, তবে চেলসির রক্ষণভাগ তাদের কোনো সুযোগই দেয়নি। গোলরক্ষক রবার্ট সানচেজ গনসালো রামোসের নিশ্চিত গোলের শট ঠেকিয়ে দেন, যা ম্যাচের অন্যতম সেরা মোমেন্ট হিসেবে বিবেচিত হচ্ছে। ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার অনবদ্য রক্ষণ ও পেদ্রো নেতোর নিরলস দৌড়ে পিএসজির তারকা ফুলব্যাক আশরাফ হাকিমি কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েন। ম্যাচের শেষ দিকে পিএসজির জোয়াও নেভেস হতাশ হয়ে কুকুরেয়ার চুল টেনে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
ফাইনালের উত্তেজনা ম্যাচ শেষে গড়ায় সাইডলাইনে। পিএসজি কোচ লুইস এনরিকে চেলসির জোয়াও পেদ্রোর সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। যদিও এনরিকে দাবি করেছেন তিনি পরিস্থিতি শান্ত করতে চেয়েছিলেন, তবে ফুটবল বিশ্লেষকদের মতে এটি মূলত পিএসজির হতাশার বহিঃপ্রকাশ।
ম্যাচে গ্যালারিতে বসে পুরো খেলা উপভোগ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর পাশে থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও অংশ নেন।
ফাইনালের নায়ক কোল পালমার ম্যাচ ও পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের জন্য গোল্ডেন বল জিতেছেন। চেলসি গোলরক্ষক রবার্ট সানচেজ জিতেছেন গোল্ডেন গ্লাভ এবং পিএসজির দিসিরে দুয়ে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার লাভ করেছেন। শিরোপার পাশাপাশি চেলসি ক্লাব প্রায় ৯০ মিলিয়ন পাউন্ড অর্থ পুরস্কারও পেয়েছে।