বৃষ্টির কারণে বদলে গেল বাংলাদেশ-ভুটান ম্যাচের ভেন্যু, দ্বিতীয়ার্ধ অনুষ্ঠিত হবে অনুশীলন মাঠে

- প্রকাশঃ ০৭:১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / 55
চলমান SAFF অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার (১৫ জুলাই) বাংলাদেশ ও ভুটানের মধ্যকার ম্যাচের ভেন্যু মাঝপথে বদলে যাওয়ার নজিরবিহীন ঘটনা ঘটেছে। বৃষ্টির কারণে মূল মাঠ কিংস অ্যারেনা খেলার অনুপযোগী হয়ে পড়ায় দ্বিতীয়ার্ধের খেলা স্থানান্তরিত হয়েছে কিংস অ্যারেনার অনুশীলন মাঠে।
সকালে ঢাকায় অবিরাম বৃষ্টির ফলে কিংস অ্যারেনার মাঠে জল জমে কর্দমাক্ত অবস্থার সৃষ্টি হয়। নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হলেও কাদা ও পানিতে ভরা মাঠে খেলোয়াড়দের জন্য খেলা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। প্রথমার্ধে বাংলাদেশ শান্তি মার্ডির একমাত্র গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল।
প্রথমার্ধে উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়েও কাদা ও ভেজা মাঠে সঠিক বল নিয়ন্ত্রণ ও শট নেওয়া বেশ কঠিন হয়। ১৫ মিনিটের বিরতির পর বৃষ্টির কারণে দ্বিতীয়ার্ধ শুরু করা সম্ভব হয়নি। ম্যাচ কমিশনার আনসার আসিফ মাঠ পর্যবেক্ষণ শেষে গ্রাউন্ডসম্যানদের সঙ্গে পরামর্শ করে বিকেল সাড়ে পাঁচটায় দ্বিতীয়ার্ধের বাকি অংশ কিংস অ্যারেনার অনুশীলন মাঠে খেলার সিদ্ধান্ত নেন।
দ্বিতীয়ার্ধ কখন শুরু হবে তা এখনও চূড়ান্ত নয়। এই ঘটনা SAFF অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে ধরা হচ্ছে।