বৃষ্টি-জয় করে ভুটানকে উড়িয়ে দিল অনূর্ধ্ব–২০ বাংলাদেশ নারী দল

- প্রকাশঃ ০৮:৪৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / 37
ঢাকার টানা বৃষ্টি আর কর্দমাক্ত মাঠে খেলে নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো বাংলাদেশের অনূর্ধ্ব–২০ নারী দলকে। তবুও সব প্রতিকূলতাকে জয় করে ভুটানকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। এই জয়ে টুর্নামেন্টের শুরুতেই পূর্ণ তিন পয়েন্ট সংগ্রহ করল লাল-সবুজের মেয়েরা।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে (বসুন্ধরা কিংস অ্যারেনায়) ম্যাচ শুরু হলেও দ্বিতীয়ার্ধের আগে বৃষ্টিতে মাঠ খেলোপযোগী না থাকায় স্থানান্তর করতে হয় বসুন্ধরা কিংস এরেনার ট্রেনিং মাঠে। দর্শক ও খেলোয়াড়—দুই পক্ষের জন্যই ঘটনাটি ছিল এক অনন্য অভিজ্ঞতা।
ম্যাচের মাত্র ৬ মিনিটেই শান্তি মার্ডির গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তৃষ্ণা রানীর দূরপাল্লার শট ভুটানের গোলরক্ষক ফিরিয়ে দিলেও ফিরতি বল জালে পাঠিয়ে দেন শান্তি। বিরতির পর ৫২ মিনিটে উয়াংমোর গোলে সমতায় ফেরে ভুটান। তবে দ্রুতই (৫৬ মিনিটে) লিড পুনরুদ্ধার করে বাংলাদেশ। এরপর ৭৪ মিনিটে মুনকি খাতুনের দূরপাল্লার শটে ব্যবধান বাড়ে। ৭৮ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন শান্তি মার্ডি।
ম্যাচে মাঠে নামা একাদশে ছিল বড় পরিবর্তন। আগের ম্যাচে লাল কার্ড পাওয়া মোসাম্মৎ সাগরিকা নিষিদ্ধ ছিলেন। চোটের কারণে অধিনায়ক আফঈদা খন্দকারও ছিলেন না মূল একাদশে। তার জায়গায় অধিনায়কত্বের দায়িত্ব পান সুরমা জান্নাত। কোচ পিটার বাটলার মূল একাদশে একাধিক নতুন মুখ পরীক্ষা করার সুযোগ নিয়েছেন, যা পরবর্তী ম্যাচগুলোতে স্কোয়াডের গভীরতা নিশ্চিত করবে।
চার দেশের এই রাউন্ড-রবিন ভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ, ভুটান, নেপাল ও শ্রীলঙ্কা। প্রত্যেক দল একে অপরের বিপক্ষে দুইবার করে খেলবে। লিগের শেষে সর্বোচ্চ পয়েন্টধারী দলই হবে চ্যাম্পিয়ন। এই জয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকল স্বাগতিকরা।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ নেপালের বিপক্ষে। প্রতিপক্ষ হিসেবে নেপাল সবসময়ই চ্যালেঞ্জিং। তবে প্রথম ম্যাচের পারফরম্যান্স লাল-সবুজ শিবিরকে আত্মবিশ্বাসী করবে।