ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নারী ফুটবলার ঋতুপর্ণাকে বাড়ি করে দেবে বিসিবি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১১:৫৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / 3

প্রথম আলো ক্রীড়া পুরস্কারে দুটি পুরস্কার পেয়েছেন ঋতুপর্ণা চাকমা | ছবি: শামসুল হক


বাংলাদেশ নারী ফুটবলের উদীয়মান তারকা ঋতুপর্ণা চাকমার জন্য বাড়ি তৈরি করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান।

রাঙামাটির জীর্ণশীর্ণ টিনের চালা ও বাঁশের বেড়ার ঘরে বসবাস করেন ঋতুপর্ণা ও তাঁর মা। শৈশবে বাবাকে হারানো এই ফুটবলার বছর তিনেক আগে হারিয়েছেন একমাত্র ছোট ভাইকেও। বড় তিন বোনের বিয়ে হয়ে যাওয়ার পর গ্রামের বাড়িতে মা-ছেলেমেয়ে দুজনই একসঙ্গে থাকেন। তাঁদের কষ্টের জীবনযাপন বিবেচনা করেই বিসিবি এই মানবিক উদ্যোগ নিয়েছে।

গত বছর নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হয়েছিলেন ঋতুপর্ণা। এবারও নারী এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে বাংলাদেশকে তুলতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। আজ শনিবার সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কারে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার আনন্দের মধ্যেই পেলেন আরও একটি সুখবর—নিজস্ব বাড়ি তৈরি করে দেবে বিসিবি।

এর আগে অন্য খেলার ক্রীড়াবিদ ও ফেডারেশনকে সহায়তা করার নজিরও রয়েছে ক্রিকেট বোর্ডের। এবার তারা নারী ফুটবলের এই প্রতিভাবান খেলোয়াড়ের পাশে দাঁড়িয়ে ক্রীড়াঙ্গনে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করল।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

নারী ফুটবলার ঋতুপর্ণাকে বাড়ি করে দেবে বিসিবি

প্রকাশঃ ১১:৫৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

প্রথম আলো ক্রীড়া পুরস্কারে দুটি পুরস্কার পেয়েছেন ঋতুপর্ণা চাকমা | ছবি: শামসুল হক


বাংলাদেশ নারী ফুটবলের উদীয়মান তারকা ঋতুপর্ণা চাকমার জন্য বাড়ি তৈরি করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান।

রাঙামাটির জীর্ণশীর্ণ টিনের চালা ও বাঁশের বেড়ার ঘরে বসবাস করেন ঋতুপর্ণা ও তাঁর মা। শৈশবে বাবাকে হারানো এই ফুটবলার বছর তিনেক আগে হারিয়েছেন একমাত্র ছোট ভাইকেও। বড় তিন বোনের বিয়ে হয়ে যাওয়ার পর গ্রামের বাড়িতে মা-ছেলেমেয়ে দুজনই একসঙ্গে থাকেন। তাঁদের কষ্টের জীবনযাপন বিবেচনা করেই বিসিবি এই মানবিক উদ্যোগ নিয়েছে।

গত বছর নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হয়েছিলেন ঋতুপর্ণা। এবারও নারী এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে বাংলাদেশকে তুলতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। আজ শনিবার সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কারে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার আনন্দের মধ্যেই পেলেন আরও একটি সুখবর—নিজস্ব বাড়ি তৈরি করে দেবে বিসিবি।

এর আগে অন্য খেলার ক্রীড়াবিদ ও ফেডারেশনকে সহায়তা করার নজিরও রয়েছে ক্রিকেট বোর্ডের। এবার তারা নারী ফুটবলের এই প্রতিভাবান খেলোয়াড়ের পাশে দাঁড়িয়ে ক্রীড়াঙ্গনে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করল।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”