ঢাকা ০৬:১২ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মেসির সম্ভাব্য বিদায়ী ম্যাচের টিকিট বিক্রি ৬০ হাজার টাকায়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০১:৪৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / 3

জোড়া গোল করে ইন্টার মায়ামিকে লিগস কাপের ফাইনালে তোলার পর আবেগঘন বার্তা দিয়েছেন লিওনেল মেসি। জানিয়েছেন, ভেনেজুয়েলার বিপক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি হতে পারে তাঁর দেশের মাটিতে শেষ খেলা। এই ম্যাচ ঘিরে আর্জেন্টিনায় সৃষ্টি হয়েছে ভিন্ন আবহ, টিকিট নিয়ে চলছে তুমুল হুড়োহুড়ি।

আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় বুয়েনস আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসির সম্ভাব্য বিদায়ী ম্যাচ সরাসরি উপভোগ করতে চাইছেন লাখো সমর্থক। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, সবচেয়ে কম দামের টিকিট ১০০ ডলার (প্রায় ১২ হাজার টাকা)। ভিআইপি আসনের মূল্য উঠেছে ৫০০ ডলার পর্যন্ত, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬০ হাজার।

মেসি এক সাক্ষাৎকারে বলেন, “এটা আমার জন্য খুব বিশেষ এক ম্যাচ হতে যাচ্ছে। জানি না এরপর আর্জেন্টিনায় আর কোনো ম্যাচ খেলব কি না। তাই আমার পরিবার—স্ত্রী, সন্তান, ভাই, বাবা-মা আর স্ত্রীর পরিবার সবাই উপস্থিত থাকবে। আমরা একসঙ্গে উপভোগ করব।”

ইতিমধ্যে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সবকিছু ঠিক থাকলে সেই টুর্নামেন্টে দেখা যাবে মেসিকে। তবে বয়স ও ফিটনেস বিবেচনায় ২০৩০ সালের বাছাইপর্বে খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ শেষে ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে নিজেদের শেষ বাছাই ম্যাচ খেলবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর তাদের কয়েকটি প্রীতি ম্যাচ এবং স্পেনের বিপক্ষে ফিনালিসিমা খেলারও কথা রয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

মেসির সম্ভাব্য বিদায়ী ম্যাচের টিকিট বিক্রি ৬০ হাজার টাকায়

প্রকাশঃ ০১:৪৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

জোড়া গোল করে ইন্টার মায়ামিকে লিগস কাপের ফাইনালে তোলার পর আবেগঘন বার্তা দিয়েছেন লিওনেল মেসি। জানিয়েছেন, ভেনেজুয়েলার বিপক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি হতে পারে তাঁর দেশের মাটিতে শেষ খেলা। এই ম্যাচ ঘিরে আর্জেন্টিনায় সৃষ্টি হয়েছে ভিন্ন আবহ, টিকিট নিয়ে চলছে তুমুল হুড়োহুড়ি।

আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় বুয়েনস আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসির সম্ভাব্য বিদায়ী ম্যাচ সরাসরি উপভোগ করতে চাইছেন লাখো সমর্থক। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, সবচেয়ে কম দামের টিকিট ১০০ ডলার (প্রায় ১২ হাজার টাকা)। ভিআইপি আসনের মূল্য উঠেছে ৫০০ ডলার পর্যন্ত, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬০ হাজার।

মেসি এক সাক্ষাৎকারে বলেন, “এটা আমার জন্য খুব বিশেষ এক ম্যাচ হতে যাচ্ছে। জানি না এরপর আর্জেন্টিনায় আর কোনো ম্যাচ খেলব কি না। তাই আমার পরিবার—স্ত্রী, সন্তান, ভাই, বাবা-মা আর স্ত্রীর পরিবার সবাই উপস্থিত থাকবে। আমরা একসঙ্গে উপভোগ করব।”

ইতিমধ্যে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সবকিছু ঠিক থাকলে সেই টুর্নামেন্টে দেখা যাবে মেসিকে। তবে বয়স ও ফিটনেস বিবেচনায় ২০৩০ সালের বাছাইপর্বে খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ শেষে ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে নিজেদের শেষ বাছাই ম্যাচ খেলবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর তাদের কয়েকটি প্রীতি ম্যাচ এবং স্পেনের বিপক্ষে ফিনালিসিমা খেলারও কথা রয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”