সমাজসেবায় তরুণ নেতৃত্ব: তাজমুল হোসেন মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত

- প্রকাশঃ ০৩:২০:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / 19
যশোর জেলার শার্শা উপজেলার ১০ নং শার্শা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের নারায়ণপুর গ্রামের তরুণ সমাজসেবক মো. তাজমুল হোসেন আবারও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বুধবার (৭ মে) সকাল ১১টায় তিনি আশরাফুল মাদারীস কওমি মাদ্রাসার ইয়াতীম শিক্ষার্থীদের সঙ্গে একসাথে হালকা নাস্তা এবং পরে দুপুরের খাবার গ্রহণ করেন। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এমন সহমর্মিতামূলক সময় কাটিয়ে তিনি জানান, “আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি এই কাজগুলো করছি। আগামী সপ্তাহ থেকে প্রতি শুক্রবার আমি এই মাদ্রাসার প্রত্যেক শিক্ষার্থীর জন্য দুপুরের খাবারের আয়োজন করবো ইনশাআল্লাহ।”
মাদ্রাসাটির পরিচালক মো. কামরুজ্জামান কমর জানান, “মো. তাজমুল হোসেন শুধু এই প্রথমবার নন, এর আগেও তিনি রমজান মাসে সকল ইয়াতীম ছাত্রদের জন্য পাঞ্জাবি তৈরি করে দিয়েছিলেন। তাঁর এই ধারাবাহিক সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান।”
মাদ্রাসার শিক্ষক ও ওস্তাদগণও তার প্রতি আস্থা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, “একজন তরুণ সমাজসেবক হিসেবে মো. তাজমুল হোসেন আমাদের শিক্ষার্থীদের পাশে থেকে যে মানবিক ভূমিকা রাখছেন, তা সমাজের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।”
এ ধরনের উদ্যোগ শুধু মাদ্রাসার ছাত্রদের মুখে হাসি ফোটায় না, বরং সমাজে সৌহার্দ্য, সহমর্মিতা ও দানের মানসিকতাকে শক্তিশালী করে তোলে।