সাহনিয়া ফাহামের প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান: আমার জানালার ওপারেই আরেকটি পৃথিবী (My View from My Window)

- প্রকাশঃ ০৪:৪৩:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / 25
অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ খালিদ হাসান তরুণ ফটোগ্রাফার সাহনিয়া ফাহামের আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখছেন | ছবি: আমিনুল ইসলাম নাঈম
রাজধানীর লালমাটিয়ার গ্যালারি ইলিউশনে শুরু হয়েছে তরুণ ফটোগ্রাফার সাহনিয়া ফাহামের আলোকচিত্র প্রদর্শনী ‘The View from my Window’। খ্যাতিমান আলোকচিত্রী শাহ মোহাম্মদ সাজ্জাদ হোসেনের পরামর্শে তৈরি এ প্রদর্শনীটি ১৬ আগস্ট উদ্বোধন করা হয় এবং এটি চলবে ২০ আগস্ট পর্যন্ত।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ খালিদ হাসান। বক্তব্যে তিনি তরুণ শিল্পীদের তাৎপর্যপূর্ণ শিল্পকর্ম সৃষ্টিতে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শিল্প শুধু নান্দনিকতার বিষয় নয়, এটি সমাজকে পরিবর্তনের শক্তি রাখে। তাই শিল্পকে সমর্থন দেওয়া অত্যন্ত জরুরি।
প্রদর্শনীতে স্থান পেয়েছে এক বছরের আলোকচিত্র ডকুমেন্টারি, যেখানে ফাহাম তুলে ধরেছেন নিজের পরিবারের গৃহকর্মীর সঙ্গে তার সম্পর্ক ও দৈনন্দিন জীবনের মুহূর্ত। কাজের মাধ্যমে তিনি সমাজে প্রচলিত শ্রেণিভেদ, পেশাভিত্তিক বৈষম্য ও মানবিক সংযোগের গভীরতাকে নতুনভাবে উপস্থাপন করেছেন।
ছবি: আমিনুল ইসলাম নাঈম
আগা খান একাডেমি ঢাকা’র শিক্ষার্থী সাহনিয়া ফাহাম বলেন, আমরা সবাই সমাজ পরিবর্তনের কথা বলি, কিন্তু নিজের ভেতর পরিবর্তন আনতে চাই না। আসল পরিবর্তন শুরু হয় ব্যক্তিগত উদ্যোগ থেকে। আমার কাজ সেই কথাই মনে করিয়ে দেয়।
তিনি আরও বলেন, নিম্নবিত্ত পেশাজীবীদের প্রায়ই কেবল তাদের কাজের পরিচয়ে সংজ্ঞায়িত করা হয়। আমি চেয়েছি অন্তরঙ্গ প্রতিকৃতির মাধ্যমে তাদের মানবিক দিককে দেখাতে। তাদেরও স্বপ্ন, দৃঢ়তা ও আনন্দ আছে। পার্থক্য শুধু সুযোগ আর ভাগ্যের।
সাহনিয়া জানান, তার পরিবার তাকে সবার প্রতি শ্রদ্ধাশীল হতে শিখিয়েছে, যা সামাজিক শ্রেণি–বিভেদের গণ্ডি ভাঙতে সাহায্য করেছে। আমি চাই অন্যরাও একইভাবে মানুষকে দেখুক। ফটোগ্রাফিতে নিম্নবিত্তকে কেবল কষ্টের চিত্রে সীমাবদ্ধ করা হয়, কিন্তু আমি দেখাতে চেয়েছি তাদের দৃঢ়তা ও আশাবাদ।
প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যালারি ইলিউশনে প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। আয়োজকদের আশা, এ প্রদর্শনী দর্শকদের প্রচলিত ধারণার বাইরে গিয়ে শ্রেণিভেদ ভুলে মানুষকে নতুন চোখে দেখার অনুপ্রেরণা জোগাবে।