৫২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জুনায়েদ আহমেদ

- প্রকাশঃ ০৮:৫৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / 41
ডিআইইউ সিভিল ফেস্টে দেশের ৫২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের মধ্যে থেকে শ্রেষ্ঠ নির্বাচিত হলেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুনায়েদ আহমেদ | ছবি: প্রজন্ম কথা
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আয়োজিত সিভিল ফেস্টে দেশের ৫২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকে বেস্ট ক্যাম্পাস অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জুনায়েদ আহমেদ।
জুনায়েদ একজন মেধাবী শিক্ষার্থী হিসেবেই নয়, তিনি Sonargaon University Innovation, Design & Collaboration Hub (SU-IDC) Student Chapter-এর প্রেসিডেন্ট হিসেবেও সক্রিয়ভাবে কাজ করছেন। তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে গঠিত হয়েছে তিনটি স্বতন্ত্র টিম— SU NextGen Innovators, Buildex Bomber এবং SU IDC Civilian Society। এসব টিম জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সৃজনশীলতা ও গবেষণার মাধ্যমে সাফল্য অর্জন করছে।
এছাড়াও তিনি পরিচালনা করছেন Central Innovation Team, যেখানে দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়ে গবেষণা ও উদ্ভাবনী প্রজেক্টে কাজ করছে।
তার এই নিরলস পরিশ্রম, সৃজনশীল চিন্তা ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তাকে শ্রেষ্ঠ ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে বেছে নেওয়া হয়। দেশের ৫২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের মধ্যে তার এই অর্জন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের জন্য এক গৌরবের বিষয়।
জুনায়েদ আহমেদ বলেন, এই পুরস্কার আমার শিক্ষা জীবনের সবচেয়ে আনন্দের অর্জন। এটি আমার নেতৃত্বে নতুন মাত্রা যোগ করবে। আমি চাই আমার নেতৃত্ব ও ইনোভেশনের মাধ্যমে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়কে শুধু জাতীয় নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিনিধিত্ব করাতে।