ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অর্ধশত সুবিধাবঞ্চিত শিশুর হাতে শিক্ষা উপকরণ তুলে দিল সোনারগাঁও বিশ্ববিদ্যালয় বন্ধুসভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০১:২৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • / 12

নতুন খাতা, পেনসিল, কলম আর ব্যাগ হাতে পেয়ে খুদে শিক্ষার্থীদের চোখে-মুখে আনন্দের ঝিলিক | ছবি: প্রজন্ম কথা


প্রথম আলো বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “একটি ভালো কাজ” কর্মসূচির অংশ হিসেবে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও পাঠদান কর্মসূচির আয়োজন করেছে সোনারগাঁ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা ইউনিট।

বুধবার বিকেলে রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকার ‘মুক্ত আকাশ পাঠশালা’ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এ আয়োজন। এতে অংশ নেয় প্রায় অর্ধশত ক্ষুদে শিক্ষার্থী।

পাঠদান কর্মসূচিতে শিক্ষক হিসেবে অংশ নেন বন্ধুসভার সদস্য মুশফিকুর রহমান, রবিউল ইসলাম ও মিজানুর রহমান। তাঁরা শিশুদের বাংলা, ইংরেজি, ইতিহাস ও ইসলাম শিক্ষা বিষয়ে পাঠদান করেন। দুই ঘণ্টাব্যাপী পাঠদান কর্মসূচি চলে।

পাঠদান কর্মসূচির অংশ হিসেবে বন্ধু মিরাজ খুদে শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করাচ্ছেন | ছবি: প্রজন্ম কথা


শিক্ষা কার্যক্রমের পাশাপাশি শিশুদের নিয়ে আয়োজন করা হয় গান, কবিতা, গজল ও আবৃত্তি প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ছোট উপহার হিসেবে চকলেট ও কলম।

পাঠদান শেষে শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে বিতরণ করা হয় আদর্শলিপি বই, খাতা, কলম ও পেন্সিল। পরবর্তীতে সবার জন্যে খাবারের আয়োজন করে একসঙ্গে সময় কাটান বন্ধুসভার সদস্য ও ক্ষুদে শিক্ষার্থীরা।

বন্ধুসভার আহ্বায়ক শাহরিয়া নয়ন শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আমাদের আগামী ভবিষ্যৎ। শুনেছি এখানে অনেক শিশু রয়েছে যারা দারিদ্র্যের কারণে স্কুলে ভর্তি হতে পারছে না। আজ থেকে আগামী এক বছর মুক্ত আকাশ পাঠশালার সঙ্গে একত্রে তোমাদের পড়াশোনার দায়িত্ব বন্ধুসভা গ্রহণ করল। প্রতি মাসে আমরা অন্তত একটি করে ক্লাস নেব এবং তোমাদের হাতে-কলমে শেখার সুযোগ করে দেব।

ছোট শিক্ষার্থী দোয়ামনি মনোযোগ দিয়ে বই পড়ছে | ছবি: প্রজন্ম কথা


পাঠদান কর্মসূচির সমাপনী পর্বে ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয় বন্ধুসভার আহ্বায়ক শাহরিয়া নয়ন।

তিনি বলেন- তোমরাই আমাদের আগামী ভবিষ্যৎ। আমি শুনেছি, এখানে এমন অনেক শিশু আছে যারা পরিবারের অসচ্ছলতার কারণে স্কুলে ভর্তি হতে পারছে না। কিন্তু মুক্ত আকাশ পাঠশালা তোমাদের সেই সুযোগ দিয়েছে। আজ থেকে আগামী এক বছর মুক্ত আকাশ পাঠশালার সঙ্গে একত্র হয়ে তোমাদের পড়াশোনার সব দায়িত্ব প্রথম আলো বন্ধুসভা সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ইউনিট গ্রহণ করছে।

তিনি আরও বলেন- আগামী এক বছরে তোমাদের হাতে-কলমে শেখানো হবে নানা বিষয়। যারা ভালো করবে, তাদের আমরা চেষ্টা করব ভালো কোনো স্কুলে ভর্তি করে দিতে। তোমাদের শেখার আগ্রহ দেখে আমরা অনুপ্রাণিত। এই ছোট্ট রুমে এত ছোট ছোট খুদে শিক্ষার্থীর মনোযোগ ও উৎসাহ আমাদের আশাবাদী করেছে।

নতুন শিক্ষা উপকরণ হাতে পেয়ে উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা | ছবি: প্রজন্ম কথা


ছয় বছর বয়সী খুদে শিক্ষার্থী সিয়াম মুক্ত আকাশ পাঠশালায় নতুন ভর্তি হয়েছে। কথা হয় তার বাবার সঙ্গে। তিনি বলেন- আমার ছোট ছেলে সিয়াম আগে এক স্কুলে পড়ত। কিন্তু দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে পরিবারের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তাই তাকে স্কুলে পড়াতে পারছিলাম না। এখন মুক্ত আকাশ পাঠশালায় পড়তে পারছে এটা আমাদের জন্য বড় আশীর্বাদ। আপনারা ওকে একটু দেখে রাখবেন। এমনই ছোট ছোট শিশুদের নিয়েই চলছে মুক্ত আকাশ পাঠশালা। প্রতিটি শিশুর জীবনে লুকিয়ে আছে অজানা গল্প, সংগ্রাম আর শেখার অদম্য ইচ্ছাশক্তি।

মুক্ত আকাশ পাঠশালার প্রতিষ্ঠাতা সাকিব আহমেদ বলেন, আমরা এই পাঠশালার কার্যক্রম শুরু করেছি খুব অল্প কিছু দিন হলো। এখানে অনেক শিশু আছে, যাদের বই-পত্র নেই—তারা পড়তে চায়, কিন্তু সামর্থ্য নেই। বন্ধুসভার এই অংশগ্রহণ আমাদের জন্য আশীর্বাদের মতো। বন্ধুসভার সদস্যরা শুধু শিক্ষা উপকরণই দেয়নি, বরং দীর্ঘ মেয়াদে পাশে থাকার যে প্রতিশ্রুতি দিয়েছে, সেটাই প্রকৃত মানবিকতার উদাহরণ।

তিনি আরও বলেন, মুক্ত আকাশ পাঠশালা–এর মূল লক্ষ্য হলো যেন কোনো শিশুই শিক্ষার আলো থেকে বঞ্চিত না থাকে। প্রতিটি ঘরে তা ছাদযুক্ত হোক বা ছাদবিহীন -শিক্ষার আলো পৌঁছে দিতে হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

অর্ধশত সুবিধাবঞ্চিত শিশুর হাতে শিক্ষা উপকরণ তুলে দিল সোনারগাঁও বিশ্ববিদ্যালয় বন্ধুসভা

প্রকাশঃ ০১:২৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

নতুন খাতা, পেনসিল, কলম আর ব্যাগ হাতে পেয়ে খুদে শিক্ষার্থীদের চোখে-মুখে আনন্দের ঝিলিক | ছবি: প্রজন্ম কথা


প্রথম আলো বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “একটি ভালো কাজ” কর্মসূচির অংশ হিসেবে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও পাঠদান কর্মসূচির আয়োজন করেছে সোনারগাঁ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা ইউনিট।

বুধবার বিকেলে রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকার ‘মুক্ত আকাশ পাঠশালা’ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এ আয়োজন। এতে অংশ নেয় প্রায় অর্ধশত ক্ষুদে শিক্ষার্থী।

পাঠদান কর্মসূচিতে শিক্ষক হিসেবে অংশ নেন বন্ধুসভার সদস্য মুশফিকুর রহমান, রবিউল ইসলাম ও মিজানুর রহমান। তাঁরা শিশুদের বাংলা, ইংরেজি, ইতিহাস ও ইসলাম শিক্ষা বিষয়ে পাঠদান করেন। দুই ঘণ্টাব্যাপী পাঠদান কর্মসূচি চলে।

পাঠদান কর্মসূচির অংশ হিসেবে বন্ধু মিরাজ খুদে শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করাচ্ছেন | ছবি: প্রজন্ম কথা


শিক্ষা কার্যক্রমের পাশাপাশি শিশুদের নিয়ে আয়োজন করা হয় গান, কবিতা, গজল ও আবৃত্তি প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ছোট উপহার হিসেবে চকলেট ও কলম।

পাঠদান শেষে শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে বিতরণ করা হয় আদর্শলিপি বই, খাতা, কলম ও পেন্সিল। পরবর্তীতে সবার জন্যে খাবারের আয়োজন করে একসঙ্গে সময় কাটান বন্ধুসভার সদস্য ও ক্ষুদে শিক্ষার্থীরা।

বন্ধুসভার আহ্বায়ক শাহরিয়া নয়ন শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আমাদের আগামী ভবিষ্যৎ। শুনেছি এখানে অনেক শিশু রয়েছে যারা দারিদ্র্যের কারণে স্কুলে ভর্তি হতে পারছে না। আজ থেকে আগামী এক বছর মুক্ত আকাশ পাঠশালার সঙ্গে একত্রে তোমাদের পড়াশোনার দায়িত্ব বন্ধুসভা গ্রহণ করল। প্রতি মাসে আমরা অন্তত একটি করে ক্লাস নেব এবং তোমাদের হাতে-কলমে শেখার সুযোগ করে দেব।

ছোট শিক্ষার্থী দোয়ামনি মনোযোগ দিয়ে বই পড়ছে | ছবি: প্রজন্ম কথা


পাঠদান কর্মসূচির সমাপনী পর্বে ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয় বন্ধুসভার আহ্বায়ক শাহরিয়া নয়ন।

তিনি বলেন- তোমরাই আমাদের আগামী ভবিষ্যৎ। আমি শুনেছি, এখানে এমন অনেক শিশু আছে যারা পরিবারের অসচ্ছলতার কারণে স্কুলে ভর্তি হতে পারছে না। কিন্তু মুক্ত আকাশ পাঠশালা তোমাদের সেই সুযোগ দিয়েছে। আজ থেকে আগামী এক বছর মুক্ত আকাশ পাঠশালার সঙ্গে একত্র হয়ে তোমাদের পড়াশোনার সব দায়িত্ব প্রথম আলো বন্ধুসভা সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ইউনিট গ্রহণ করছে।

তিনি আরও বলেন- আগামী এক বছরে তোমাদের হাতে-কলমে শেখানো হবে নানা বিষয়। যারা ভালো করবে, তাদের আমরা চেষ্টা করব ভালো কোনো স্কুলে ভর্তি করে দিতে। তোমাদের শেখার আগ্রহ দেখে আমরা অনুপ্রাণিত। এই ছোট্ট রুমে এত ছোট ছোট খুদে শিক্ষার্থীর মনোযোগ ও উৎসাহ আমাদের আশাবাদী করেছে।

নতুন শিক্ষা উপকরণ হাতে পেয়ে উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা | ছবি: প্রজন্ম কথা


ছয় বছর বয়সী খুদে শিক্ষার্থী সিয়াম মুক্ত আকাশ পাঠশালায় নতুন ভর্তি হয়েছে। কথা হয় তার বাবার সঙ্গে। তিনি বলেন- আমার ছোট ছেলে সিয়াম আগে এক স্কুলে পড়ত। কিন্তু দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে পরিবারের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তাই তাকে স্কুলে পড়াতে পারছিলাম না। এখন মুক্ত আকাশ পাঠশালায় পড়তে পারছে এটা আমাদের জন্য বড় আশীর্বাদ। আপনারা ওকে একটু দেখে রাখবেন। এমনই ছোট ছোট শিশুদের নিয়েই চলছে মুক্ত আকাশ পাঠশালা। প্রতিটি শিশুর জীবনে লুকিয়ে আছে অজানা গল্প, সংগ্রাম আর শেখার অদম্য ইচ্ছাশক্তি।

মুক্ত আকাশ পাঠশালার প্রতিষ্ঠাতা সাকিব আহমেদ বলেন, আমরা এই পাঠশালার কার্যক্রম শুরু করেছি খুব অল্প কিছু দিন হলো। এখানে অনেক শিশু আছে, যাদের বই-পত্র নেই—তারা পড়তে চায়, কিন্তু সামর্থ্য নেই। বন্ধুসভার এই অংশগ্রহণ আমাদের জন্য আশীর্বাদের মতো। বন্ধুসভার সদস্যরা শুধু শিক্ষা উপকরণই দেয়নি, বরং দীর্ঘ মেয়াদে পাশে থাকার যে প্রতিশ্রুতি দিয়েছে, সেটাই প্রকৃত মানবিকতার উদাহরণ।

তিনি আরও বলেন, মুক্ত আকাশ পাঠশালা–এর মূল লক্ষ্য হলো যেন কোনো শিশুই শিক্ষার আলো থেকে বঞ্চিত না থাকে। প্রতিটি ঘরে তা ছাদযুক্ত হোক বা ছাদবিহীন -শিক্ষার আলো পৌঁছে দিতে হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”