ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

গৃহকর্মীর সুরক্ষা, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় নাগরিক সমাজ ও গৃহকর্মী ফোরাম- এর সংলাপ

  • প্রকাশঃ ০৯:০২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 6

আজ মিরপুর-১১ এ বাংলাদেশ ট্রেনিং অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন-এ অনুষ্ঠিত হলো  গৃহকর্মীদের সুরক্ষা, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সংলাপ। আয়োজক ছিল গৃহকর্মী আঞ্চলিক ফোরাম, মিরপুর এবং সহযোগিতায় ছিল কর্মজীবী নারী ও সুনীতি প্রকল্প। এই সংলাপে সরকারি, বেসরকারি ও বিভিন্ন অংশীজন প্রতিষ্ঠানের প্রতিনিধি, আইনজীবী ও উন্নয়নকর্মীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-পরিচালক ডা. তামান্না নাসরীন, যিনি বলেন আমার ধারণাও ছিল না যে গৃহকর্মীদের নিয়ে এত কার্যকরী উদ্যোগ ও কার্যক্রম চলছে। তিনি কর্মজীবী নারী ও সুনীতি প্রকল্পকে ধন্যবাদ জানান এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে গৃহকর্মী ও তাদের পরিবারের সন্তানদের জন্য বিদ্যমান স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক সেবাসমূহ তুলে ধরেন।

অনুষ্ঠানে বাসা ফাউন্ডেশনের লিগ্যাল এক্সপার্ট অ্যাডভোকেট ফারজানা গৃহকর্মীদের অধিকার বিষয়ক আলোচনায় যুক্ত হয়ে আনন্দ প্রকাশ করেন এবং জানান যে এশিয়া উন্নয়ন ব্যাংকের সহায়তায় পরিচালিত একটি প্রকল্পের মাধ্যমে ঢাকা শহরের ৩৫টি বস্তিতে আইনি সহায়তা ও পরামর্শ প্রদান করা হচ্ছে। তিনি উপস্থিত গৃহকর্মীদের করা প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতে তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

তাসনুভা আহমেদ, সহকারী পরিচালক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন

নার্গিস সুলতানা, প্রোগ্রাম অফিসার, মহিলা বিষয়ক অধিদপ্তর

এম এ সামাদ, ওয়ার্ড সচিব, ওয়ার্ড-৬, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

মো. শহীদুল হক, মাঠ কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তর

বিভিন্ন আইনজীবী, ট্রেড ইউনিয়ন প্রতিনিধি, উন্নয়ন সংস্থা ও গণমাধ্যমের প্রতিনিধি ।

সংলাপে গৃহকর্মীদের স্বীকৃতি, অধিকার ও সেবা প্রাপ্তির পথ সুগম করতে সরকারি ও বেসরকারি অংশীজনদের ভূমিকা, করণীয় এবং সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এই সংলাপটি গৃহকর্মীদের অধিকার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ভবিষ্যতের নীতিনির্ধারণ ও বাস্তবায়নের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

গৃহকর্মীর সুরক্ষা, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় নাগরিক সমাজ ও গৃহকর্মী ফোরাম- এর সংলাপ

প্রকাশঃ ০৯:০২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

আজ মিরপুর-১১ এ বাংলাদেশ ট্রেনিং অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন-এ অনুষ্ঠিত হলো  গৃহকর্মীদের সুরক্ষা, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সংলাপ। আয়োজক ছিল গৃহকর্মী আঞ্চলিক ফোরাম, মিরপুর এবং সহযোগিতায় ছিল কর্মজীবী নারী ও সুনীতি প্রকল্প। এই সংলাপে সরকারি, বেসরকারি ও বিভিন্ন অংশীজন প্রতিষ্ঠানের প্রতিনিধি, আইনজীবী ও উন্নয়নকর্মীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-পরিচালক ডা. তামান্না নাসরীন, যিনি বলেন আমার ধারণাও ছিল না যে গৃহকর্মীদের নিয়ে এত কার্যকরী উদ্যোগ ও কার্যক্রম চলছে। তিনি কর্মজীবী নারী ও সুনীতি প্রকল্পকে ধন্যবাদ জানান এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে গৃহকর্মী ও তাদের পরিবারের সন্তানদের জন্য বিদ্যমান স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক সেবাসমূহ তুলে ধরেন।

অনুষ্ঠানে বাসা ফাউন্ডেশনের লিগ্যাল এক্সপার্ট অ্যাডভোকেট ফারজানা গৃহকর্মীদের অধিকার বিষয়ক আলোচনায় যুক্ত হয়ে আনন্দ প্রকাশ করেন এবং জানান যে এশিয়া উন্নয়ন ব্যাংকের সহায়তায় পরিচালিত একটি প্রকল্পের মাধ্যমে ঢাকা শহরের ৩৫টি বস্তিতে আইনি সহায়তা ও পরামর্শ প্রদান করা হচ্ছে। তিনি উপস্থিত গৃহকর্মীদের করা প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতে তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

তাসনুভা আহমেদ, সহকারী পরিচালক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন

নার্গিস সুলতানা, প্রোগ্রাম অফিসার, মহিলা বিষয়ক অধিদপ্তর

এম এ সামাদ, ওয়ার্ড সচিব, ওয়ার্ড-৬, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

মো. শহীদুল হক, মাঠ কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তর

বিভিন্ন আইনজীবী, ট্রেড ইউনিয়ন প্রতিনিধি, উন্নয়ন সংস্থা ও গণমাধ্যমের প্রতিনিধি ।

সংলাপে গৃহকর্মীদের স্বীকৃতি, অধিকার ও সেবা প্রাপ্তির পথ সুগম করতে সরকারি ও বেসরকারি অংশীজনদের ভূমিকা, করণীয় এবং সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এই সংলাপটি গৃহকর্মীদের অধিকার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ভবিষ্যতের নীতিনির্ধারণ ও বাস্তবায়নের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”