বক্তব্য দেওয়ার সময় মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াতের আমির

- প্রকাশঃ ০৫:৫৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
- / 2
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্য দেওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েছেন। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় সমাবেশে বক্তব্য চলাকালীন এই ঘটনা ঘটে।
প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত এই সমাবেশে বিকেল ৫টার দিকে মঞ্চে উঠে বক্তব্য শুরু করেন জামায়াত আমির। বক্তৃতা চলাকালে হঠাৎ ভারসাম্য হারিয়ে তিনি মঞ্চে পড়ে যান। প্রাথমিকভাবে উঠে দাঁড়ালেও মিনিটখানেকের মধ্যেই তিনি আবার পড়ে যান এবং স্টেজেই শুয়ে পড়েন। এরপর ডাক্তার এসে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, গরম ও অতিরিক্ত ক্লান্তির কারণে তিনি অজ্ঞানপ্রায় হয়ে পড়েন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ডাক্তারেরা জানিয়েছেন যে গরমজনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তবে তিনি এখন স্থিতিশীল আছেন।
চিকিৎসকদের পরামর্শে আমিরে জামায়াতকে বক্তব্য বন্ধ রাখার অনুরোধ জানানো হলেও তিনি বসে থেকেই বক্তব্য চালিয়ে যান। তখন স্বেচ্ছাসেবকরা তাকে সহায়তা করেন এবং চিকিৎসকরা নীরবে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে থাকেন।
বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, আপনারা সবাই কষ্ট করে বসে আছেন। তাই আমি থাকতে পারি না। আল্লাহ যতটুকু সময় দিয়েছেন, ততটুকু সময় কথা বলেই যাব।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলাম যদি আগামীর বাংলাদেশে সেবা করার সুযোগ পায়, তবে আমাদের কোনো সংসদ সদস্য প্লট নেবেন না, সরকারি টাকায় হাত দেবেন না। আমরা শাসক নয়, সেবক হতে চাই।
তিনি দাবি করেন, দেশের সামনে দুটি বড় লড়াই আসছে—একটি ফ্যাসিবাদের বিরুদ্ধে, অন্যটি দুর্নীতির বিরুদ্ধে। জামায়াতের এ সমাবেশ অনুষ্ঠিত হয় সাত দফা দাবিতে। এর মধ্যে রয়েছে: অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন, শহীদদের পুনর্বাসন, প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচন।
স্বাধীনতার পর এই প্রথমবারের মতো দলটি এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে।