ঢাকা ১২:২৩ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অবকাঠামো উন্নয়নসহ তিন দাবিতে ববিতে ৬ শিক্ষার্থীর আমরণ অনশন

আবদুল্লাহ আল শাহিদ খান | ববি প্রতিনিধি
  • প্রকাশঃ ০৯:৩৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 4

ববিতে ৬ শিক্ষার্থীর আমরণ অনশন | ছবি: প্রজন্ম কথা   


বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে ছয় শিক্ষার্থী আমরণ অনশনে বসেছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় তারা এ কর্মসূচি শুরু করেন।

অনশনে বসা শিক্ষার্থীরা হলেন ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরমিলা জামান সেঁজুতি, আইন বিভাগের শিক্ষার্থী শওকত ওসমান সাক্ষর, অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী তাইজুল ইসলাম তাজ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমিও মন্ডল এবং রসায়ন বিভাগের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অমিও মন্ডল বলেন, “আমরা দীর্ঘদিন ধরে অবকাঠামো উন্নয়নের দাবিতে আন্দোলন করে আসছি। কিন্তু প্রশাসন কোনো সাড়া দেয়নি। তাই বাধ্য হয়েই আমরণ অনশনে বসেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।”

অনশনরত ইংরেজি বিভাগের শিক্ষার্থী শরমিলা জামান সেঁজুতি বলেন, “শান্তিপূর্ণ আন্দোলন করেও কর্তৃপক্ষের টনক নড়েনি। জনভোগান্তি এড়াতে আমরা সড়ক অবরোধ করিনি। এখন চাই, কর্তৃপক্ষ সরাসরি আমাদের কাছে এসে জবাবদিহি করুক। দাবি না মানা পর্যন্ত আমরা অনশনে থাকব।”

গত ৩৬ দিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবকাঠামোগত উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছেন। তবে দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়ায় অবশেষে ছয় শিক্ষার্থী আমরণ অনশনের মতো কঠোর কর্মসূচি শুরু করেছেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

অবকাঠামো উন্নয়নসহ তিন দাবিতে ববিতে ৬ শিক্ষার্থীর আমরণ অনশন

প্রকাশঃ ০৯:৩৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

ববিতে ৬ শিক্ষার্থীর আমরণ অনশন | ছবি: প্রজন্ম কথা   


বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে ছয় শিক্ষার্থী আমরণ অনশনে বসেছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় তারা এ কর্মসূচি শুরু করেন।

অনশনে বসা শিক্ষার্থীরা হলেন ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরমিলা জামান সেঁজুতি, আইন বিভাগের শিক্ষার্থী শওকত ওসমান সাক্ষর, অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী তাইজুল ইসলাম তাজ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমিও মন্ডল এবং রসায়ন বিভাগের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অমিও মন্ডল বলেন, “আমরা দীর্ঘদিন ধরে অবকাঠামো উন্নয়নের দাবিতে আন্দোলন করে আসছি। কিন্তু প্রশাসন কোনো সাড়া দেয়নি। তাই বাধ্য হয়েই আমরণ অনশনে বসেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।”

অনশনরত ইংরেজি বিভাগের শিক্ষার্থী শরমিলা জামান সেঁজুতি বলেন, “শান্তিপূর্ণ আন্দোলন করেও কর্তৃপক্ষের টনক নড়েনি। জনভোগান্তি এড়াতে আমরা সড়ক অবরোধ করিনি। এখন চাই, কর্তৃপক্ষ সরাসরি আমাদের কাছে এসে জবাবদিহি করুক। দাবি না মানা পর্যন্ত আমরা অনশনে থাকব।”

গত ৩৬ দিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবকাঠামোগত উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছেন। তবে দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়ায় অবশেষে ছয় শিক্ষার্থী আমরণ অনশনের মতো কঠোর কর্মসূচি শুরু করেছেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”