কমলগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সামাজিক সংগঠনগুলোর মানববন্ধন

- প্রকাশঃ ০৮:৫৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
- / 14
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সামাজিক সংগঠনগুলোর আয়োজিত মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় উপজেলা চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, ব্যবসায়ী, সাংবাদিকসহ নানা শ্রেণি–পেশার প্রায় দুই শতাধিক মানুষ। বক্তারা অভিযোগ করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অনিয়ম চালু রয়েছে। এর ফলে সাধারণ মানুষ ন্যায্য স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
বক্তারা দ্রুত দুর্নীতি বন্ধ করে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের দাবি জানান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দেন, দাবিগুলো পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় নাগরিকরাও দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।