ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় স্বীকৃতির দাবিতে সুনামগঞ্জে ধামাইল উন্নয়ন পরিষদের গানের আসর

  • প্রকাশঃ ১২:১১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 14

জাতীয় স্বীকৃতির দাবিতে আয়োজিত ধামাইল গানের আসরে সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পীরা ছবি: সংগৃহীত    


বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় সংসদের উদ্যোগে পরিচিতি সভা, আলোচনা সভা ও ধামাইল গানের অনুষ্ঠান সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়নে শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অরুণ তালুকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শ্যামল দেব। এতে বক্তব্য দেন প্রধান সমন্বয়ক নারায়ন দাস, জেলা হেযবুত তাওহীদের সভাপতি মো. জাকির হোসেন, কেন্দ্রীয় সমন্বয়ক পিকলু সরকার, সহ-সভাপতি সুকেশ রঞ্জন তালুকদার, স্বাধীন কুমার চৌধুরী, উপদেষ্টা মাহাদ্দীব আলমসহ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সুনামগঞ্জ ও বৃহত্তর সিলেট সংস্কৃতির উর্বর ক্ষেত্র। এখানেই জন্ম নিয়েছেন হাসন রাজা, রাধারমণ দত্ত, বাউল সম্রাট শাহ আব্দুল করিম এবং ধামাইল গানের অমর কবি প্রতাপ রঞ্জন তালুকদার। তাঁদের অসংখ্য সৃষ্টি শুধু সিলেট নয়, পুরো বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদা দিয়েছে।

তাঁরা আরও বলেন, ধামাইল গান ও লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে তরুণ প্রজন্মকে গবেষণা, চর্চা ও গুণীশিল্পীদের সৃষ্টিকে লালন করতে হবে। এ ধারাকে প্রাতিষ্ঠানিকভাবে রক্ষায় ধামাইলের জাতীয় স্বীকৃতি প্রদান জরুরি। সরকারিভাবে স্বীকৃতি পেলে এর মর্যাদা আরও সমুন্নত হবে।

আয়োজনে নাবারুন ধামাইল সংঘ (সিলেট), ললিতা ধামাইল দল (দিরাই খাগাউড়া), সুরমার তীরে ধামাইল দল (দিরাই), অপরাজিতা মিউজিক ধামাইল দল (দিরাই), রাধার মন কবলো হরণ (নেত্রকোনা) এবং মেলোডি মাফিয়া ধামাইল দল (জামালগঞ্জ) অংশ নেয়।

পরে শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় ধামাইল গান উপভোগ করে দর্শকরা আনন্দ ও বিনোদনের সুযোগ পান।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

জাতীয় স্বীকৃতির দাবিতে সুনামগঞ্জে ধামাইল উন্নয়ন পরিষদের গানের আসর

প্রকাশঃ ১২:১১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় স্বীকৃতির দাবিতে আয়োজিত ধামাইল গানের আসরে সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পীরা ছবি: সংগৃহীত    


বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় সংসদের উদ্যোগে পরিচিতি সভা, আলোচনা সভা ও ধামাইল গানের অনুষ্ঠান সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়নে শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অরুণ তালুকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শ্যামল দেব। এতে বক্তব্য দেন প্রধান সমন্বয়ক নারায়ন দাস, জেলা হেযবুত তাওহীদের সভাপতি মো. জাকির হোসেন, কেন্দ্রীয় সমন্বয়ক পিকলু সরকার, সহ-সভাপতি সুকেশ রঞ্জন তালুকদার, স্বাধীন কুমার চৌধুরী, উপদেষ্টা মাহাদ্দীব আলমসহ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সুনামগঞ্জ ও বৃহত্তর সিলেট সংস্কৃতির উর্বর ক্ষেত্র। এখানেই জন্ম নিয়েছেন হাসন রাজা, রাধারমণ দত্ত, বাউল সম্রাট শাহ আব্দুল করিম এবং ধামাইল গানের অমর কবি প্রতাপ রঞ্জন তালুকদার। তাঁদের অসংখ্য সৃষ্টি শুধু সিলেট নয়, পুরো বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদা দিয়েছে।

তাঁরা আরও বলেন, ধামাইল গান ও লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে তরুণ প্রজন্মকে গবেষণা, চর্চা ও গুণীশিল্পীদের সৃষ্টিকে লালন করতে হবে। এ ধারাকে প্রাতিষ্ঠানিকভাবে রক্ষায় ধামাইলের জাতীয় স্বীকৃতি প্রদান জরুরি। সরকারিভাবে স্বীকৃতি পেলে এর মর্যাদা আরও সমুন্নত হবে।

আয়োজনে নাবারুন ধামাইল সংঘ (সিলেট), ললিতা ধামাইল দল (দিরাই খাগাউড়া), সুরমার তীরে ধামাইল দল (দিরাই), অপরাজিতা মিউজিক ধামাইল দল (দিরাই), রাধার মন কবলো হরণ (নেত্রকোনা) এবং মেলোডি মাফিয়া ধামাইল দল (জামালগঞ্জ) অংশ নেয়।

পরে শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় ধামাইল গান উপভোগ করে দর্শকরা আনন্দ ও বিনোদনের সুযোগ পান।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”