যা দেশের ইতিহাসে হয়নি, আমরা করেছি— আসিফ নজরুল

- প্রকাশঃ ১০:২২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
- / 8
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উদ্যোগে এবং সিলেট জেলা লিগ্যাল এইড কমিটির সহযোগিতায় জেলা পর্যায়ে আইনগত সহায়তা সম্পর্কিত সচেতনতামূলক অনুষ্ঠানে বক্তব্য দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল | ছবি: প্রথম আলো
আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকারের অল্প সময়ে তিনি এমন অনেক কাজ করেছেন, যা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো হয়নি।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের একটি হোটেলের হলরুমে ‘জারিকৃত আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ-২০২৫: মামলাপূর্ব মধ্যস্থতার বাধ্যতামূলক বিধান’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সমালোচনার জবাবে আসিফ নজরুল বলেন, আজকে লিগ্যাল এইডের কথা বললাম। এর আগে অনেক কাজ করেছি, যা কোনো দিন বাংলাদেশের ইতিহাসে হয়নি। আমরা সিভিল ও ক্রিমিনাল আদালত পৃথক করেছি, যাতে মামলার নিষ্পত্তি দ্রুত হয়। বিচারকের পদ সৃষ্টির ক্ষমতা রাজনৈতিক মন্ত্রীর কাছ থেকে সরিয়ে প্রধান বিচারপতির হাতে দিয়েছি। সোয়া দুই শ বিচারকের পদ এক দিনে সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, আমরা এমন একটি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছি, যার জন্য বাংলাদেশে সমালোচনা হয়নি। মন্ত্রণালয়ে সবচেয়ে সৎ ও যোগ্য কর্মকর্তাদের নিয়েছি, তাঁরা দিন–রাত কাজ করছেন। রাজনৈতিক সরকার এগুলো ধরে রাখলে ন্যায়বিচার বৃদ্ধি পাবে।
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার আয়োজনে এ অনুষ্ঠানে জানানো হয়, গত ১ জুলাই জারি করা আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী মামলাপূর্ব মধ্যস্থতার বাধ্যতামূলক বিধান চালু করা হয়েছে। প্রথম ধাপে সিলেটসহ ১২ জেলায় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে এ কার্যক্রম শুরু হচ্ছে।
আইন উপদেষ্টা বলেন, লিগ্যাল এইডে বিরোধ নিষ্পত্তি প্রচলিত আদালতের চেয়ে ১০ গুণ দ্রুত হয়। যেখানে আদালতে পাঁচ বছর লাগে, সেখানে তিন থেকে ছয় মাসেই সমাধান হয়। লিগ্যাল এইড অফিসে নিষ্পত্তির পর ৯০ শতাংশ মানুষ সন্তুষ্ট থাকেন এবং আর আদালতে যান না।
তিনি জানান, এখন থেকে যে কোনো মামলা করার আগে লিগ্যাল এইডে যেতে হবে। অসন্তুষ্ট হলে তবেই আদালতে যাওয়া যাবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্বাহী পরিচালক শেখ আশফাকুর রহমান, সিলেট জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী এবং উন্নয়ন সহযোগী দেশের দুই প্রতিনিধি। এর আগে মামলাপূর্ব মধ্যস্থতা বিষয়ে একটি নাটক প্রদর্শন করা হয়।
এদিন সকালে সিলেটে পৌঁছে আইন উপদেষ্টা দক্ষিণ সুরমার আলমপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেন। পরে পর্যটনকেন্দ্র রাতারগুল ভ্রমণ করেন তিনি।