চাঁদপুরের ৪০টি গ্রামে আগাম ঈদ উদযাপন

- প্রকাশঃ ০৮:৩৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
- / 21
সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৪০টি গ্রামে উৎসবমুখর পরিবেশে আগাম ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব, কচুয়া ও শাহরাস্তিসহ পাঁচ উপজেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় ।
প্রতিবছরের মতো এবারও চাঁদপুরের ঐতিহ্যবাহী সাদ্রা দরবার শরিফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। আজ (শনিবার) সকাল সাড়ে ৯টায় আয়োজিত এই জামাতে ইমামতি করেন দরবার শরিফের পীর মুফতি আল্লামা যাকারিয়া চৌধুরী আল মাদানী। এতে শতাধিক মুসল্লি অংশ নেন।
ঈদের নামাজ শেষে মুসল্লিরা দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মোনাজাত করেন। এছাড়া জেলার বিভিন্ন মসজিদ ও ঈদগাহ মাঠেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
চাঁদপুরের এসব গ্রামে দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা পালন ও ঈদ উদযাপনের রীতি চলে আসছে। স্থানীয়দের ভাষ্য, সাদ্রা দরবার শরিফের প্রতিষ্ঠাতা আল্লামা ইসহাক (রহ.)-এর অনুসারীরা চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে এই নিয়ম মেনে চলেন।
উল্লেখ্য, চাঁদপুরের এই বিশেষ ঈদ উদযাপন দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় ভিন্নমাত্রার ধর্মীয় আবহ তৈরি করে, যা বছরের পর বছর ধরে অনুসরণ করে আসছেন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা।
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর