ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে টার্মিনাল নির্মাণের প্রতিবাদে দেবীগঞ্জে মানববন্ধন

তাসনিম আলম | দেবীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশঃ ০৫:১১:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • / 4

উপজেলা পরিষদ চত্বর | ছবি: প্রজন্ম কথা


পঞ্চগড়ের দেবীগঞ্জে শতবর্ষী নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

রবিবার (২০ জুলাই) দুপুর ১টায় বিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, ১৯০৬ সালে তৎকালীন কুচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর নিজ জমি দান করে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই মাঠটি শিক্ষার্থীদের খেলাধুলা, জাতীয় দিবস উদযাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে আসছে।

তারা অভিযোগ করেন, সম্প্রতি দেবীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে এই মাঠে বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা বিদ্যালয়ের পরিবেশ, ইতিহাস এবং শিক্ষার্থীদের স্বার্থের পরিপন্থী। বক্তারা এই পরিকল্পনাকে বেআইনি, অমানবিক ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি বলেও উল্লেখ করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন— ১. বিদ্যালয়ের মাঠে বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিল করতে হবে। ২. মাঠটিকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য পূর্বের মতো উন্মুক্ত রাখতে হবে। ৩. ভবিষ্যতে মাঠটি যেন অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার না হয়, তা নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, বিদ্যালয়ের ইতিহাস ও শিক্ষার পরিবেশ রক্ষায় এটি শুধু শিক্ষার্থীদের নয়, বরং স্থানীয় জনগণেরও দাবি। এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।

উল্লেখ্য, দেবীগঞ্জ পৌরসভার বাস টার্মিনাল নির্মাণের জন্য নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠকে নির্ধারণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত পৌর প্রশাসক। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়, যার ধারাবাহিকতায় রাস্তায় নামে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে টার্মিনাল নির্মাণের প্রতিবাদে দেবীগঞ্জে মানববন্ধন

প্রকাশঃ ০৫:১১:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

উপজেলা পরিষদ চত্বর | ছবি: প্রজন্ম কথা


পঞ্চগড়ের দেবীগঞ্জে শতবর্ষী নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

রবিবার (২০ জুলাই) দুপুর ১টায় বিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, ১৯০৬ সালে তৎকালীন কুচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর নিজ জমি দান করে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই মাঠটি শিক্ষার্থীদের খেলাধুলা, জাতীয় দিবস উদযাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে আসছে।

তারা অভিযোগ করেন, সম্প্রতি দেবীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে এই মাঠে বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা বিদ্যালয়ের পরিবেশ, ইতিহাস এবং শিক্ষার্থীদের স্বার্থের পরিপন্থী। বক্তারা এই পরিকল্পনাকে বেআইনি, অমানবিক ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি বলেও উল্লেখ করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন— ১. বিদ্যালয়ের মাঠে বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিল করতে হবে। ২. মাঠটিকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য পূর্বের মতো উন্মুক্ত রাখতে হবে। ৩. ভবিষ্যতে মাঠটি যেন অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার না হয়, তা নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, বিদ্যালয়ের ইতিহাস ও শিক্ষার পরিবেশ রক্ষায় এটি শুধু শিক্ষার্থীদের নয়, বরং স্থানীয় জনগণেরও দাবি। এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।

উল্লেখ্য, দেবীগঞ্জ পৌরসভার বাস টার্মিনাল নির্মাণের জন্য নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠকে নির্ধারণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত পৌর প্রশাসক। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়, যার ধারাবাহিকতায় রাস্তায় নামে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”