সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জে মোটরসাইকেল আরোহী দুইজন নিহত

- প্রকাশঃ ০১:৫৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / 13
সুনামগঞ্জের শান্তিগঞ্জে কার ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহতদের মরদেহ উদ্ধার করছে পুলিশ । ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের খাদ্য গুদামের সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জগন্নাথপুরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সুনামগঞ্জগামী একটি কারের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। ঘটনাস্থলেই মারা যান দোয়ারাবাজার থানার সাউদেরগাঁও গ্রামের ওয়াহিদ আলীর ছেলে মো. জুয়েল মিয়া। গুরুতর আহত অপর আরোহী সুনামগঞ্জ পৌর শহরের হাসন নগর ময়নার পয়েন্ট এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. শব্দর আলীকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে পথেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।