সুনামগঞ্জে এনসিপি নেতার সংবাদ সম্মেলন: মানববন্ধন ও দখলবাজির অভিযোগের প্রতিবাদ

- প্রকাশঃ ০৩:৪৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / 15
সুনামগঞ্জে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন এনসিপি নেতা এম আতাউর রহমান স্বপন । ছবি: সংগৃহীত
সুনামগঞ্জে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সিনিয়র যুগ্ম সমন্বয়ক এম আতাউর রহমান স্বপন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের পানসী রেস্টুরেন্টের হলরুমে লিখিত বক্তব্য পাঠ করে তিনি নিজের অবস্থান তুলে ধরেন।
আতাউর রহমান স্বপন অভিযোগ করে বলেন, দোয়ারাবাজার উপজেলার চকবাজার নৌকাঘাট দখল সংক্রান্ত বিষয়ে উদ্দেশ্যমূলকভাবে তার নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। প্রকৃতপক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে শর্তসাপেক্ষে স্থানীয় লোকজনকে ঘাট পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। এ ঘটনায় তার কোনো সংশ্লিষ্টতা নেই।
তিনি আরও অভিযোগ করেন, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ফরিদ আহমদ তারেক দীর্ঘদিন ধরে ঘাটটি ভোগদখল করে আসছিলেন। সম্প্রতি সহযোগিতার অনুরোধ জানালেও তিনি তা প্রত্যাখ্যান করে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে তারেক ও সহযোগীরা তার বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ এনে উদ্দেশ্যমূলক প্রচারণা চালাচ্ছেন।
সংবাদ সম্মেলনে স্বপন বলেন, চকবাজার এলাকায় তার ক্রয়কৃত চার শতক জমিতে মানবিক কারণে দুটি পরিবারকে থাকার সুযোগ দিয়েছিলেন। পরবর্তীতে নিজে বাড়ি নির্মাণের জন্য জায়গা ছাড়তে বললে একটি পরিবার সরে গেলেও অপর পরিবার ফরিদের প্ররোচনায় জায়গা খালি করতে অস্বীকৃতি জানায়। এরপর পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মানববন্ধন ও মিথ্যা অপপ্রচার চালানো হয় বলে দাবি করেন তিনি। এসবের তীব্র নিন্দা জানান এনসিপি নেতা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জুলাই রেভ্যুলুশনারি এলায়েন্সের জেলা আহ্বায়ক জুলাই যোদ্ধা মো. জহুর আলী, এনসিপি জেলা কমিটির সদস্য আব্দুর রহমান দুলাল, দোয়ারাবাজার উপজেলা আহ্বায়ক আব্দুস ছোবহান, যুগ্ম সমন্বয়ক মো. ইমরান হোসেন, মো. হুমায়ূন কবীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।