ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

তাহিরপুরে নদীতে অবৈধ বালু উত্তোলন: তিনজনের কারাদণ্ড

তুর্য দাস। সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশঃ ১০:০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 6

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে তিনজনকে আটক করে জনতা পুলিশের হাতে সোপর্দ করেছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ড প্রদান করে।

আটকরা হলেন—উত্তর বড়দল ইউনিয়নের জালালপুর গ্রামের কিতাব আলীর ছেলে সাদ্দাম হোসেন (৩৫), তার সহোদর সোহাগ মিয়া (৩০) এবং একই গ্রামের মুছা মিয়ার ছেলে ফারুক মিয়া (৩০)।

বৃহস্পতিবার দুপুরে (৪ সেপ্টেম্বর) তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ আলম শান্তনু মোবাইল কোর্ট পরিচালনা করেন। তিনি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী তিনজনকে ১২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি আটক নৌকা ও বালু সরকারের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেন।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন,   দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে। জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন রোধে পুলিশ ও প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

তাহিরপুরে নদীতে অবৈধ বালু উত্তোলন: তিনজনের কারাদণ্ড

প্রকাশঃ ১০:০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে তিনজনকে আটক করে জনতা পুলিশের হাতে সোপর্দ করেছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ড প্রদান করে।

আটকরা হলেন—উত্তর বড়দল ইউনিয়নের জালালপুর গ্রামের কিতাব আলীর ছেলে সাদ্দাম হোসেন (৩৫), তার সহোদর সোহাগ মিয়া (৩০) এবং একই গ্রামের মুছা মিয়ার ছেলে ফারুক মিয়া (৩০)।

বৃহস্পতিবার দুপুরে (৪ সেপ্টেম্বর) তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ আলম শান্তনু মোবাইল কোর্ট পরিচালনা করেন। তিনি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী তিনজনকে ১২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি আটক নৌকা ও বালু সরকারের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেন।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন,   দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে। জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন রোধে পুলিশ ও প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”